টংয়ের দোকানের চা আর আড্ডা মানেই এক অন্যরকমের শান্তি। তাই আমরা অনেকেই টংয়ের দোকানে চা খেতে খুব পছন্দ করি। আর যেসব কারণে টংয়ের দোকানের মত জায়গাই আর হয় না, সেটা নিয়েই আজকের তালিকা।
১. হাতে কম টাকা থাকলেও কোন প্যারা নাই
via GIPHY
২. নিজের ইচ্ছামত সামনে দাঁড়িয়েই দুধ/চিনি বাড়িয়ে-কমিয়ে বানিয়ে নেয়া যায়
via GIPHY
৩. রেস্টুরেন্টের মত স্মোকিং জোন থাকা না থাকা নিয়ে কোনরকম বাড়তি ঝামেলা নাই
via GIPHY
৪. টংয়ের মামার সাথেও চাইলে আড্ডা জুড়ে দেয়া যায়
via GIPHY
৫. টুকটাক খিদে সামলাতেও খুব কম বাজেটেই কলা-বিস্কুট কিছু কিনে খেয়ে নেয়া যায়
via GIPHY
৬. যতক্ষণ ইচ্ছা বন্ধুদের সাথে মন খুলে শুধু আড্ডাই না, চাইলে একটু আধটু গান-বাজনাও শুরু করে দেয়া যায়
via GIPHY
৭. রাস্তার মোড়ে মোড়েই টংয়ের সন্ধান পাওয়া যায় বলেই দূরে কোথাও যাওয়ার দরকার পড়ে না
via GIPHY
৮. পরিচিত টংয়ের দোকানের চায়ের স্বাদ আর পরিবেশটাও ভীষণ আপন মনে হয়