in

ভাল্লাগসেভাল্লাগসে

যে ৮টি Super কারণে বাংলাদেশি মায়েরা একেকজন Superwomen

যে জিনিস আমরা সারাদিন খুঁজেও পাই না, তা মা কিভাবে যেন এক সেকেন্ডেই পেয়ে যায়। আবার আমরা কিছু উল্টাপাল্টা করে আসার পর মুখে কিছু না বললেও তারা কিভাবে যেন টের পেয়ে যায়। আসলে বাংলাদেশি প্রতিটি মায়েরাই যেন একেকজন Superwomen! আজ জেনে নিন তাদের এমন Superwomen হওয়ার কারণগুলো

১. তাদের কাছে বিল্ট ইন লাই-ডিটেক্টর আছে, মিথ্যা বলে পারই পাওয়া যায় না

via GIPHY

 

২. আমরা সারাদিন খুঁজেও যা পাই না, তা এক সেকেন্ডে তারা পেয়ে যায়

via GIPHY

 

৩. বাবার বকা বা মাইরের হাত থেকে বাঁচানোর জন্য তার থেকে বড় ঢাল আর কেউ নেই

via GIPHY

 

৪. তবে নিজের মেজাজ খারাপ হলে আবার জুতা, রুটি বেলনি সহ যাবতীয় জিনিসকে তারা অস্ত্র বানিয়ে ফেলতে পারে

via GIPHY

 

৫. They even work better than technology, সকাল ৯ টায় ডেকে দিতে বললে ৭ টায় ডেকে দিয়ে তারা বলে ৯.৩০ বাজে

via GIPHY

 

৬. আমাদের যেকোনো উল্টাপাল্টা কাজ তারা সবার আগে কিভাবে যেন পেয়ে যায়

via GIPHY

 

৭. পুরা দুনিয়া ঘুরে এলেও তাদের হাতের খাবারের স্বাদ আমাদের মুখ থেকে কোনোদিনই যায় না

via GIPHY

 

৮. আর সবশেষে কোন প্রকার স্বার্থ ছাড়া এই পৃথিবীতে একমাত্র তারাই আমাদের ভালোবাসে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন লাইফে কোন কাজ আপনার অন্তত “দুইবার” করা উচিত

ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভাঙ্গার শব্দ অন্য যে ৬ ধরনের শব্দকে হার মানায়