নতুন কোন একটা বিদেশি ফুড চেইনের শাখা আমাদের দেশে খোলা হলেই আমরা বাংলাদেশিরা এমনভাবে ঝাঁপিয়ে পড়ি, যেমনটা চিনি দেখলে করে পিঁপড়ার দল। ক্রিকেট আর দেশি মুরগি ছাড়া, দেশি আর কোন কিছুর জন্যই আমাদের অতটা দেশপ্রেম কাজ করে না। আজ তাই জেনে নিন, ঠিক কি কি কারণে বাংলাদেশিরা বিদেশি ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলোতে যায়
১. ইন্সটাগ্রামে “ফুডোগ্রাফার” হিসেবে নিজের প্রোফাইল আরো এস্থেটিক করতে
via GIPHY
২. সোশ্যাল মিডিয়ায় নিজের চেক-ইনগুলো দেখিয়ে অন্যদের জেলাস করতে
via GIPHY
৩. “আমি এসব জায়গা ছাড়া খাই-ই না” বোঝাতে, সেই সাথে পার্ট মেরে একটু ফুড ভ্লগিং করতে
via GIPHY
৪. নিজের প্রোফাইল পিকচার আর সেলফির ভান্ডার আরো সমৃদ্ধ করতে
via GIPHY
৫. “কোয়ালিটি টাইম” জাতীয় স্ট্যাটাস দিতে
via GIPHY
৬. প্রথম ডেটে অপরজনকে ইম্প্রেস করতে
via GIPHY
৭. দেশি ব্র্যান্ডগুলোতে শরীরে তেমন একটা ভাব আসে না, তাই শরীরের ভাব আনতে
via GIPHY
৮. কিছু কিছু মানুষ অবশ্য শুধু খেতেই যায়