in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৭টি কারণে ভালোবাসা দিবসের কচকচানি কাপলদেরও বিরক্ত লাগে

প্রতিবছর ভ্যালেন্টাইন্স ডে আসা মানেই যেন চারদিকে একটা ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যাওয়া। এতে যে শুধু সিঙ্গেল মানুষরাই বিরক্ত হয় তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে কাপলদেরও প্যারা খেতে হয়।

১. ক্লাস/অফিস অথবা অন্য জরুরি কাজ যা-ই থাকুক, এই দিনে যেভাবেই হোক দেখা করে উদযাপন করতে হবে, এমন একটা প্রেসার থেকেই যায়

via GIPHY

 

২. পার্টনারকে কি গিফট দেয়া যায় সেটা নিয়েও এক বিশাল প্যারার মধ্য দিয়ে যেতে হয়

via GIPHY

 

৩. আশেপাশের সবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তুমুল উৎসাহ দেখে নিজেদেরও একরকম peer pressure ফিল করতে হয়

via GIPHY

 

৪. নিজের ইচ্ছাতেই কোনরকম প্ল্যান না করলেও, বন্ধু-বান্ধবদের নানারকম খোঁচা খেতেই হয়

via GIPHY

 

৫. সারা বছর একসাথে এমনিও সময় কাটানো হয় তাই আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে পালন করাটাও অনেকের কাছে ন্যাকামি আর অর্থহীন মনে হয়

via GIPHY

 

৬. আবার সোশ্যাল মিডিয়ায় অন্যদের ‘ভ্যালেন্টাইনস ডে স্পেশাল’ শো-অফ জাতীয় পোস্ট ঠিকই হজম করতে হয়

via GIPHY

 

৭. ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এত এত নাটক-বিজ্ঞাপণ আর মার্কেটিং দেখে কাপলদেরও ব্যাপারটা বদহজম হয়ে যায়

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: জেনে নিন আপনার জন্য পারফেক্ট রোমান্টিক গান কোনটি

যে ৯টি লক্ষণে বুঝবেন আপনি একজন আনরোমান্টিক মানুষ