in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৮টি কারণে ঢাকা সত্যিই এক আজব শহর

প্রায় দু’কোটি মানুষের শহর ঢাকা। এই শহরে চলতে ফিরতে আশেপাশে আজব আজব অনেক কিছুই আমরা প্রতিদিন দেখি, কিন্তু কখনো খেয়াল করা হয় না। কিন্তু একজন ঢাকাবাসী হিসেবে আমাদের সকলের উচিত ঢাকা নিয়ে এসব ঘটনা একটু জেনে রাখা। চলুন জেনে নেই কেন ঢাকা একটি আজব শহর!

১. ফুটপাত থেকে শুরু করে রেস্টুরেন্ট সবখানেই খাবার-দাবার খোলা, কিন্তু এই শহরের নাম ঢাকা

via GIPHY

 

২. অন্যান্য শহরে দূরত্বের একক মিটার আর ঢাকা শহরে দূরত্বের একক, সময়। মানে জ্যাম থাকলে কতক্ষণ আর না থাকলে কতক্ষণ সেই হিসাবে দূরত্ব মাপা হয়

via GIPHY

 

৩. ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট ও ট্রাফিক পুলিশ আছে। তারপরও রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন আটকে রাখতে হয়।

via GIPHY

 

৪. ঢাকা শহরের যে জায়গাটা সব সময় গাড়ি, হকার এবং নানা ধরনের মানুষে ভরা থাকে, সেই জায়গাটার নামই ‘মহাখালী’

via GIPHY

 

৫. ঢাকাই একমাত্র শহর, যেখানে দুই-আড়াই কোটি মানুষের পাশাপাশি ভূতও বাস করে। আর তাই বোধ হয় ভূতদের চলাফেরার জন্য তাদের নামে বিশেষ গলিও আছে

via GIPHY

 

৬. ‘ঢাকায় টাকা ওড়ে’—এমন গুজব শোনা গেলেও বাস্তবে উড়ে শুধু ধুলাবালি

via GIPHY

 

৭. ঢাকায় এক টাকায় এক গ্লাস খাওয়ার পানি পাওয়া যায়। আবার সেই পানি ছাড়তে গেলে পাঁচ টাকা লাগে!

via GIPHY

 

৮. ঢাকায় থাকা এত কষ্ট জেনেও, কোনো এক আজব কারণে সবাই যুদ্ধ করে এই ঢাকাতেই থাকে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: ৬টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন প্যারামিটারে আপনি কোন লেভেলের প্যারায় আছেন

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন ইলেক্ট্রনিক হোম এপ্লায়েন্সটি আপনি