in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

যারা একটু আরামপ্রিয় গত ঈদের মতো তাদের এই ঈদও অনেক আরামে কাটবে যে ৭টি কারণে

ঈদ সবার কাছেই যে বন্ধুবান্ধব বা আত্নীয়স্বজনদের সাথে হৈ-হুল্লোড় করে কাটানোর সময় এমনটা কিন্তু নয়, অনেকে ঈদটাকে নীরবেও উপভোগ করতে চান। সারাবছরের যাবতীয় ঘুমকে পুষিয়ে নেওয়ার জন্য বছরে এই একটা সময়ই তো পায় তারা, আর গতবছর করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে তাদের ঈদগুলো বেশ আরামেই যাচ্ছে। আজ তাই জেনে নিন যারা একটু অলস আর ঘুমকাতুরে তাদের এ বছরের ঈদও ঠিক কোন কারণগুলোর জন্য গত বছরের ঈদের মতো আরামেই কাটবে!

১. নরমাল সময়ের ঈদেও তারা পুরোদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর এখন তো করোনা

via GIPHY

 

২. বন্ধুরাও নিজেদের জানের ভয়ে এখন আর ফোন দিয়ে জ্বালাবে না

via GIPHY

 

৩. ছোট ছোট কাজিনদের অনেকেই বাসায় না আসাতে বা তাদের বাসায় যেতে না হওয়াতে সালামির টাকা বেঁচে যাবে

via GIPHY

 

৪. দাওয়াত খাওয়ার জন্য বিভিন্ন আত্নীয়স্বজনদের বাড়িতে দৌড়াদৌড়ি করতে হবে না

via GIPHY

 

৫. অন্যান্য ঈদের ছুটিতে ট্যুরে না যাওয়ার জন্য নানান অজুহাত চিন্তা করতে হতো, কিন্তু এখন আর ট্যুরও নেই আর সেইসব ঝামেলাও নেই

via GIPHY

 

৬. সারাবছরের পেন্ডিং যাবতীয় ঘুম এই কয়দিনে একদম পুষিয়ে নেওয়া যাবে

via GIPHY

 

৭. ঈদ পরবর্তী আড্ডায় জয়েন করার জন্য কষ্ট করে কারো বাসায় যেতে হবে না, অনলাইনে গতবছর থেকে আড্ডা দেওয়া শিখে গেছে সবাই

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

পারফেক্ট বয়ফ্রেন্ড হওয়ার ৮টি অব্যর্থ কৌশল (বিফলে MB ফেরত গ্যারান্টি)

এই ঈদেও চাঁদ রাত নিয়ে এক্সাইটেড না হওয়ার ৬টি কারণ