in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ১০টি কারণে দাদা-দাদী কিংবা নানা-নানীরা আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল

আমাদের যাদের জীবনে দাদা-দাদী কিংবা নানা-নানী ছিল বা আছে তারা যে আসলে কতটা সৌভাগ্যবান, কারণ এই মানুষগুলোর জন্যই আমাদের শৈশব অনেক বেশি রঙ্গীন থাকে, উনাদের জন্য বাবা-মায়ের মাইরের হাত থেকেও আমরা বহুবার বেঁচে গিয়েছি। এই মানুষগুলো সত্যি অনেক বেশি স্পেশাল আমাদের জীবনে, আজ জেনে নিন কেন তারা স্পেশাল!

১. ছোটবেলায় বাবা-মায়ের মাইর কিংবা বকার হাত থেকে বাঁচার জন্য তারা ছিল শিল্ডের মতো

via GIPHY

 

২. তারাই আমাদের জীবনের প্রথম স্টোরি টেলার, তাদের বলা গল্পের জন্যই আমাদের শৈশব এত রঙ্গীন

via GIPHY

 

৩. বাবা মায়ের নিষেধ থাকলেও পছন্দের অনেক জিনিস তাদের জন্যই আমরা পেতাম

via GIPHY

 

৪. আমাদের সিক্রেট তাদের কাছে সবসময় সিক্রেটই থাকে

via GIPHY

 

৫. একদম বাবা-মায়ের মতো স্বার্থহীন ভাবে তারা আমাদের ভালোবাসে

via GIPHY

 

৬. আমাদের যেকোনো সমস্যার সমাধান তাদের কাছে আছে

via GIPHY

 

৭. আমাদের যেকোনো কথা তাদের মতো মনোযোগ দিয়ে আর কেউ শুনে না

via GIPHY

 

৮. তাদের থেকে পাওয়া শিক্ষা আমাদের বর্তমান জীবনে অনেক বেশি কাজে লাগছে

via GIPHY

 

৯. আমাদের ছোটবেলায় তাদের জীবনের লক্ষ্যই ছিল শুধু সারাক্ষণ আমাদের খাওয়ার উপরে রাখা

via GIPHY

 

১০. একটা বয়সে তারাই ছিল জীবনের একমাত্র বেস্টফ্রেন্ড

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন দিনশেষে কে সবসময় আপনার অপেক্ষায় থাকবে

এই ৭টি লক্ষণই প্রমাণ করে কেন আপনি “ঘুমের মতো ঘুম” থেকে বঞ্চিত