in

সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ৬টি কারণে আমি টিভির সামনে বসেও টিভি দেখি না

শেষ কবে একটু সময় নিয়ে টিভি দেখেছিলেন মনে পড়ে? মোবাইল ডিভাইসগুলোর জনপ্রিয়তার কারণে এখন আর টিভি দেখা হয় না। এমনকি টিভির সামনে বসেও এখন আমরা ফোনই ইউজ করি। কিন্তু কেন? মিলিয়ে দেখুন তো এই কারণগুলোর সাথে টিভি না দেখার মিল খুঁজে পান কি না!

১. আগের মতো এখন আর টিভিতে দেখার মতো অনুষ্ঠান পাই না

via GIPHY

 

২. আমি যখনই বসি, তখনই দেখি সবগুলো চ্যানেলে বিরক্তিকর টক শো চলতেছে

via GIPHY

 

৩. স্কিপ, পজ বা ফাস্ট ফরওয়ার্ড করার সুবিধা, এমনকি কমেন্ট করে নিজের অনুভূতি জানানোর সুবিধা টিভিতে পাই না

via GIPHY

 

৪. বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে টিভির অনুষ্ঠান বা কন্টেন্ট দেখতে দেখতে অল্পতেই হয়রান হয়ে যাই

via GIPHY

 

৫. একই অনুষ্ঠান/মুভি বারবার সম্প্রচার হচ্ছে দেখে মাথা গরম হয়ে যায়

via GIPHY

 

৬. পরিবারের সবাইকে একসাথে নিয়ে দেখার মতো অনুষ্ঠান খুব বেশি একটা নেই বলে আগের মতো আমেজটাও আর নেই

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

বন্ধুদের ট্রিটের জ্বালা থেকে বাঁচার ১০টি নিঞ্জা টেকনিক

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন বাংলাদেশি গায়কটি আপনি