in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ৮টি কারণে আমি অন্য ঋতুর চেয়ে শীতকাল বেশি ভালোবাসি

শীতকাল আসলেই কেমন যেন একটা উৎসব আর খুশির আমেজ চলে আসে। বছরের অন্য সময়গুলোতে গরমে হাঁসফাঁস অবস্থা আর কাদা বৃষ্টিতে একাকার কাণ্ড হলেও, এই শীতের সিজনে সব কিছুর আনন্দই যেন বেড়ে যায়। আর তাই শীতকাল ভালোবাসার আরও যেসব কারণ আছে, সেগুলো হলো-

১. চারদিকে শুধু বিয়ের দাওয়াত, আর দাওয়াত মানেই কাচ্চি!

via GIPHY

 

২. নানা রকম পিঠা বানানোর ধুম!

via GIPHY

 

৩. সুযোগ পেলেই সবাই মিলে বারবিকিউ পার্টি

via GIPHY

 

৪. দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য শীতকালই বেস্ট! কারণ গরমের কোন ঝামেলা থাকে না

via GIPHY

 

৫. অন্য সব সিজনে সবজি খেতে ভালো না লাগলেও, শীতকালীন সবজিগুলো কিন্তু বেশ সুস্বাদু

via GIPHY

 

৬. নতুন বছরের শুরুটাও শীতকালেই হয়, আর সবাই মিলে ঘটা করে নিউ ইয়ার সেলিব্রেট করার আনন্দটাই অন্যরকম!

via GIPHY

 

৭. শীতকালে লেপ/কম্ব্ল মুড়ি দিয়ে ঘুমানো যেন এক স্বর্গীয় অনুভূতি!

via GIPHY

 

৮. কুয়াশায় ঘেরা শীতের সকালে গরম গরম চা-কফি খাওয়ার মজাটাই অন্যরকম!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যে ১০টি অতি গুরুত্বপূর্ণ কারনে বাংলাদেশি আত্নীয়স্বজনদের জন্ম হয়

ঠান্ডায় ইন্টারনেটের লাইন জমে যাওয়ায় মুভি ডাউনলোড করতে পারছেনা বনশ্রীর জলিল