in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৯টি কারণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি আসলেই অনেক স্পেশাল

আমাদের দেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কখনো ‘ইত্যাদি’ দেখেনি। এমন একটা সময় ছিল যখন টেলিভিশনে বিনোদনের সবচেয়ে বড় উৎস হিসেবে এই অনুষ্ঠানটিই ছিল। তাই যেসব কারণে ‘ইত্যাদি’-র মত অনুষ্ঠান অতুলনীয়, তা নিয়েই আজকের লিস্ট!

১. পুরো ফ্যামিলি মিলে একসাথে বসে দেখার জন্য এর থেকে মজার অনুষ্ঠান আর হয় না

via GIPHY

 

২. হানিফ সংকেতের ছন্দ মিলিয়ে করা উপস্থাপনাও অন্য লেভেলের বিনোদন

via GIPHY

 

৩. অনুষ্ঠানের গানগুলো হয় বেশ সুন্দর আর কোরিওগ্রাফিও বেশ ইউনিক

via GIPHY

 

৪. এমনকি বিদেশিদের দিয়েও বাংলা অভিনয় করানো হয় যা দেখতে খুবই মজার

via GIPHY

 

৫. মজার ছলে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষামূলক বার্তাও দেয়া হয়

via GIPHY

 

৬. ‘ইত্যাদি’ টাইটেল সংটা শুনলেই কেমন যেন অন্যরকম একটা উত্তেজনা আর আনন্দ অনুভব করা যায়!

via GIPHY

 

৭. নানারকম প্রতিভা আর অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনা এই অনুষ্ঠানটিতে ফিচার করা হয়, যা হয়তো আমাদের চোখেই পড়তো না।

via GIPHY

 

৮. এমনকি একেকবার দেশের একেক অঞ্চলে অনুষ্ঠানটি ধারণ করা হয়, যাতে আমাদের দেশের সৌন্দর্য অদ্ভুতভাবে তুলে ধরা হয়

via GIPHY

 

৯. দর্শকদেরও অনুষ্ঠানে যোগ করা হয় এবং তাদেরকে নিয়ে অনেকরকম গেইম খেলা হয় আর সেটা দেখতেও কম মজার না।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: রঙিন ঘর বেছে নিয়ে জেনে নিন সন্ধ্যাবেলার কোন শাহী নাস্তাটি আপনি

যাদের OCD আছে, তাদের যে ৭টি প্যারার মধ্যে দিয়ে যেতে হয়