in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বাংলাদেশিদের ভিডিও মিটিংগুলো বিনোদনে ভরপুর যে ৭টি কারণে

প্যান্ডেমিকের কারণে পৃথিবীব্যাপীই ভিডিও মিটিং বেশ জনপ্রিয়তা পেয়েছে, তবে বাংলাদেশিদের ভিডিও মিটিংগুলো একটু বিনোদনময়। ব্যাকগ্রাউন্ডে হকারের ডাক কিংবা বাবা মায়ের নিকনেমে ডেকে ওঠা, এই ধরনের ব্যাপারগুলো আমাদের ভিডিও মিটিংগুলোকে সত্যিই বিনোদনময় করে তুলেছে।

১. বাসায় যদি ছোট বাচ্চা থাকে মিটিংয়ের পুরোটা সময় আশপাশে তাদের প্যাঁ পুঁ থাকবেই

via GIPHY

 

২. যদি পোষা কুকুর বা বিড়াল থাকে, তাহলে তো কথাই নেই! এরা কোন কিছুর তোয়াক্কাই না করেই মিটিংয়ের মাঝখানে টেবিলে উঠে বসবে অথবা ঘেউ ঘেউ করতে থাকবে

via GIPHY

 

৩. প্রতি মিটিংয়ের সময়ই কেউ না কেউ স্ক্রিনের সামনে চলে আসায় এখন অফিসের লোকজন আপনার বাসার সবাইকেই চিনে

via GIPHY

 

৪. জানালার পাশে বসে কল করলে সবজিওয়ালা, মাছওয়ালা এদের ডাক যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজবে, তাতে কোনো মিস নাই

via GIPHY

 

৫. মিউট করে না রাখলে তো আরেক বিপদ, বাবা মা হুট করে বাসার নিকনেমে ডেকে বসে

via GIPHY

 

৬. ভাই বোনের সাথে যদি রুম শেয়ার করতে হয়, তাহলে এক্সট্রা আরও কিছু বিষয় ম্যানেজ করতে হয়। মানে, তাকেও ম্যানেজ করতে হয় যেন কোনো ধরণের অঘটন না ঘটায়

via GIPHY

 

৭. হুট করে নেট স্পিড ডাউন হয়ে গিয়ে অনেকে স্ট্যাচু হয়ে যায়, সে আছে কি নেই বোঝা যায় না

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ছোট ছোট যে মুহূর্তগুলো মন ভালো করে দিয়ে যায়

অসময়ে ঘুম দূর করতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন