in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

যে ৭টি কারণে জীবনে ওমর সানির মতো একজন পার্টনার দরকার

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী – ওমর সানি। যত যাই বলেন, জীবনে যদি পার্টনার হিসেবে ওমর সানির মত কাউকে পেয়ে যান, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হবে না! আজকের এই লিস্ট দেখলেই সেটা বুঝতে পারবেন।

১. আপনার যেকোন দুঃখে সে আপনার চেয়েও বেশি স্যাড হবে, এমনকি আপনার মন খারাপ থাকলে সে রাতে ভাতও খাবে না

via GIPHY

 

২. আপনার প্রশংসা করতে এবং আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে সে কখনো ভুলবে না

via GIPHY

 

৩. এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার ছবি তুলে, আবেগঘন কবিতা লিখে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে

via GIPHY

 

৪. আপনার হাতে চাবুকের বাড়ি খেতেও রাজি থাকবে! (If you know what I mean)

via GIPHY

 

৫. কখনো কখনো এমন সব উদ্ভট কর্মকান্ড আর কথাবার্তা বলবে যে আপনার বোরড হওয়ার কোনো সুযোগই নেই

via GIPHY

 

৬. রাগ ভাঙ্গানোর ক্ষেত্রেও হবে একেবারে এক্সপার্ট

via GIPHY

 

৭. প্রেম-ভালবাসার ক্ষেত্রে টাকা-পয়সা নিয়ে একেবারেই মাথা ঘামাবে না

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: কুইজ খেলে এক্ষুনি জেনে নিন কোন উভচর প্রাণীটি আপনি

পরিচিত কেউ কোভিড আক্রান্ত হলে তাকে যে ৭টি কথা বলবেন না