in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৭টি কারণে সালমান শাহ আমাদের কাছে সবসময়ই স্পেশাল থাকবেন

বাংলাদেশের হাজারো মানুষের ‘স্বপ্নের নায়ক’ ছিলেন সালমান শাহ। বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা রাখতেন তিনি। মৃত্যুর ২৫ বছর পরও কাটেনি তার প্রভাব, তিনি এই গোটা জাতির কাছে সবসময়ই থাকবেন স্পেশাল।

১. সালমান শাহ অভিনীত সব সিনেমাই যথেষ্ট মানসম্মত এবং রুচিশীল, এমনকি এত বছর পরেও দেখলে ভালো লাগা কাজ করে

via GIPHY

 

২. একজন হিরোর মধ্যে যে পরিমাণ স্মার্টনেস, অ্যাটিটিউড, ফ্যাশন সেনস থাকা দরকার- তার সব কিছুই তারমধ্যে একবারে পারফেক্টভাবে ছিল

via GIPHY

 

৩. সালমান শাহ এর অভিনয় দক্ষতাও ছিল একেবারে মন কেড়ে নেয়ার মত

via GIPHY

 

৪. কিছুটা দুঃখজনক হলেও সত্যি, মৃত্যুর এত বছর পরেও সালমান শাহ-র মত নায়ক আমাদের দেশে আর আসেনি বললেই চলে

via GIPHY

 

৫. সালমান শাহ অভিনীত যেকোনো সিনেমা অথবা গান মুহূর্তের মধ্যেই যেন আমাদের নস্টালজিয়ায় নিয়ে যায়

via GIPHY

 

৬. বলিউডেও তিনি ছিলেন সমাদৃত, আর তার মৃত্যু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ক্ষত সৃষ্টি করেছে, এত বছরেও তার ঘাটতি পূরণ হয়নি

via GIPHY

 

৭. ক্যারিয়ারের এত অল্প সময়েই তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং আমাদের যেসব সিনেমা উপহার দিয়ে গেছেন, সেটা আসলেই কোনদিন ভুলে যাওয়া সম্ভব না

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Met Gala 2021 নিয়ে ৭টি ঝকঝকে তকতকে মিম

Quiz: জেনে নিন স্বভাব অনুযায়ী আপনি আইফোন নাকি অ্যান্ড্রয়েড