in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ৭টি কারণে স্ট্রেইটফরওয়ার্ড মানুষেরা একটু বেশি সুখে থাকে

যারা একটু বেশি স্ট্রেইটফরওয়ার্ড স্বভাবের, তাদেরকে অনেকেই এড়িয়ে চলে। কারণ তারা সবসময় আপনার কথার সাথে তাল মিলিয়ে কথা বলতে জানে না, বরং অকপটে নিজের মনের কথাই বলে দেয়। তবে এই স্বভাবটা নিজের মধ্যে থাকায়, তারা কিন্তু একটু সুখেই থাকে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক!

১. তারা সহজে মিথ্যা বলে না। এজন্য কবে কোন মিথ্যা বলেছে কষ্ট করে সেই ট্র্যাকও তাদের মনে রাখার দরকার পড়ে না

via GIPHY

 

২. স্ট্রেইটফরওয়ার্ড হওয়ায় তাদের মনে এবং কথা বার্তায় কোনো প্যাঁচগোচ থাকে না

via GIPHY

 

৩. তারা সহজেই ফেইক মানুষদেরকে চিনতে পারে। ফলে অন্যদের ফেইক পার্সোনালিটির কাছে তারা সহজে ঠকে না

via GIPHY

 

৪. মনের কথা বলে ফেলতে পারে বলে তাদের মধ্যে একরকম inner peace থাকে। দুশ্চিন্তা করে রাতের পর রাত অনিদ্রায় কাটাতে হয় না

via GIPHY

 

৫. তাদের ‘Bold’ পার্সোনালিটির কারণে বেশিরভাগ মানুষই তাদের সমীহ করে চলে

via GIPHY

 

৬. তারা নিজেদের চিন্তা ভাবনার ব্যাপারে সৎ থাকে। যা অনেক বড় এবং বিরল একটি গুন

via GIPHY

 

৭. কে চিন্তা করলো, কে কি বলল – এসব নিয়ে তারা ভাবে না, যা তাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন ভিতরে ভিতরে আপনি কত পার্সেন্ট Vegan

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনি পাহাড়, সমুদ্র নাকি বন