in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

ঠান্ডা আর গরমের মধ্যবর্তী এই সময়টা যে ৮টি কারণে বেশ প্যারাদায়ক

ফেব্রুয়ারির এই সময়টা বেশ যন্ত্রণাদায়ক, শীতের যাই যাই আর গরমের আসি আসি করা এই সময়টায় একদিকে মন খারাপ হয়ে থাকে শীত যাওয়ার জন্য, আরেকদিকে আতংকে থাকে আসন্ন গরমের কথা ভেবে। গোসল ঠান্ডা পানি দিয়ে করবো না গরম পানি দিয়ে এসব ছোট ছোট সাধারণ বিষয়ও এইসময় অনেক প্যারায় ফেলে দেয়, আজ জেনে নিন ঠান্ডা আর গরমের মধ্যবর্তী এই সময়টা ঠিক কোন কারণগুলোর জন্য প্যারাদায়ক-

১. এসময় ঠান্ডা পানি দিয়ে গোসল করবো না গরম পানি দিয়ে, এইটা ঠিক করা বৈশ্বিক সমস্যা সমাধানের থেকেও কঠিন

via GIPHY

 

২. এসময় কম্বল/কাঁথা গায়ে দিলে মনে হয় অগ্নিকুন্ডে আছি, আবার ফেলে দিলে মনে হয় উত্তর মেরুতে আছি! কিয়েক্টাবস্থা

via GIPHY

 

৩. শীতের শুরুতে যেমন গলাব্যথা, ঠান্ডা, মাথাব্যথা, জ্বর এসবের প্যারা খেতে হয়, এসময়টাও ঠিক এমনই যায়

via GIPHY

 

৪. জ্যাকেট সোয়েটার গায়ে দিয়ে বের হলে লাগে গরম, আর না গায়ে দিয়ে বের হলে লাগে ঠান্ডা

via GIPHY

 

৫. সামনে গরমের দিন আসছে আর শীত চলে যাচ্ছে, এসব ভেবেই মনটা একদম বাপ্পারাজের মতো হয়ে যায়

via GIPHY

 

৬. ফ্যান/এসি ছাড়া নিয়েও এসময়টায় একটা ব্যাপক গ্যাঞ্জামের মধ্যে থাকতে হয়

via GIPHY

 

৭. সকালবেলা চারিদিকে দার্জিলিংয়ের পরিবেশ থাকলেও দুপুরবেলা থাকে সৌদি আরবের পরিবেশ

via GIPHY

 

৮. এইসময় গরম খাবারও খেতে মন চায়, আবার ঠান্ডা জুস বা আইসক্রিম খাওয়ার জন্যেও বুকটা চিনচিন করে ওঠে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন বন্ধুর থেকে পাওনা ট্রিটটি আপনার কীভাবে আদায় করে নেওয়া উচিত

শীত চলে যাওয়ার পর থেকেই যে ৬টি প্রশ্ন আমার মাথায় ঘুরছে