in

ভাল্লাগসেভাল্লাগসে

যে ৮টি কারণে ভ্যালেন্টাইন’স ডে-কে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা উচিত

ভ্যালেন্টাইনস ডে আমাদের জীবনে এক অঘোষিত ছুটির দিন। সরকার, অফিস বা ইউনিভার্সিটি ছুটি না দিলেও, এই দিনটা আমরা একদম ছুটির দিনের মত করেই কাটাতে ভালোবাসি। আর ছুটির দিন হিসেবে কাটানোর চক্করে পরে আমাদের প্যারা খেতে রেগুলার ওয়ার্ক/ স্টুডেন্ট লাইফে। তাই একে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার আকুল আবেদন জানাচ্ছি, কারণগুলো কি কি সেগুলোও এই লিস্ট থেকে জেনে নিন।

১. অফিস শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তাঘাটে অন্যদের প্রেম দেখে বাপ্পারাজের মত অনুভূতি যেন না হয়

via GIPHY

 

২. ছুটি পাওয়ার জন্য অফিসের সাথে এবং ছুটি না পেলে পুরো দিনটাই সঙ্গীর সাথে যেন যুদ্ধ করতে না হয়

via GIPHY

 

৩. এক্সট্রা ক্লাস আসলেই থাকলেও মানুষ এই দিন সন্দেহের চোখে তাকায়, তাই ছুটির সুবাদে ক্লাসই যেন করতে না হয়

via GIPHY

 

৪. মাথায় পড়ালেখা বা কাজের প্যারা নিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়ায় অন্যদের প্রেম দেখার অত্যাচার যেন সহ্য করতে না হয়

via GIPHY

 

৫. সিঙ্গেল হলে সারাদিন অন্যদের খোঁচা মার্কা কথা শোনার বদলে, ছুটিতে বাসায় থেকে নিজের মত করে যেন সময় কাটানো যায়

via GIPHY

 

৬. কাজ,গিফট কেনা, তারপর দেখা করতে যাওয়া- এসব সামলাতে সামলাতে দিনটা যাতে রোলার কোস্টার রাইডের মত না হয়

via GIPHY

 

৭. সম্প্রতি ব্রেকআপ হলে দিনটা যাতে অন্তত নিজের পার্সোনাল “ইন্ডিপেন্ডেস ডে” হিসেবে কাটানো যায়

via GIPHY

 

৮. বাকি সব কিছু বাদ, একটা এক্সট্রা ছুটির দিন পেলে কে না খুশি হয়?

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন কেন আপনার একসাথে একাধিক প্রেম করা উচিত

যে ৭টি ব্যাপার ঘটা শুরু হলেই বুঝবেন ‘বসন্ত এসে গেছে’