in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

যে ৮টি কারণে “Loki” সিরিজ নিয়ে আমরা একটু বেশিই এক্সাইটেড

Disney+ এর অরিজিনাল সিরিজ “Loki” স্ট্রিম হতে যাচ্ছে এই সপ্তাহেই। গড অব মিসচিফ লোকি মূলত এন্টাগোনিস্ট হিসেবে MCU-তে আসলেও এখন সে এন্টিহিরো হিসেবে আমাদের মন জয় করে নিয়েছে। সুতরাং, তাকে নিয়ে অরিজিনাল সিরিজ এলে আমাদের আনন্দের সীমা থাকবে না এটাই স্বাভাবিক।

১. “Loki” সিরিজের লোগো দিয়ে শুরু করা যাক। লোগোর ডিজাইনটাই একরকম Chaotic রাখা হয়েছে। যা সিরিজজুড়ে ক্যায়োটিক স্টোরিটেলিং -এর আভাস দেয়

via GIPHY

 

২. মনে রাখতে হবে যে “Loki” সিরিজের কাহিনী আবর্তীত হবে Avengers: Endgame-এ ২০১২ এর “Loki”র যে ভার্সন স্পেস স্টোন নিয়ে পালিয়ে যায় তাকে নিয়ে। এই “Loki” অনেক বেশি ধূর্ত, রাগি এবং অবশ্যই God of Mischief হিসেবে একটু বেশিই কেয়ারলেস !

via GIPHY

৩. এই সিরিজে টম হিডলস্টোন শুধু “Loki” চরিত্রে অভিনয়ই করেননি, সিরিজের এক্সেকিউটিভ প্রোডিউসার হিসেবেও আছেন সবার প্রিয় এই অভিনেতা।

via GIPHY

 

৪. “Loki” সিরিজকে ফ্যানদের প্রত্যাশা তুঙ্গে থাকার আরেকটা কারণ হলো এর ধারা। ধুন্ধুমার অ্যাকশন কিংবা দারুন সব এডভেঞ্চারের পাশাপাশি সিরিজে যে অনেক সাই-ফাই এলিমেন্ট থাকবে তা টিজার এবং ট্রেইলার থেকে অনেকেই আন্দাজ করতে পারছে।

via GIPHY

 

৫. “Infinity Saga” এর সাথে এই সিরিজের খুবই ক্লোজ কানেকশন থাকবে। কারণ TVA লোকি কে মাল্টিভার্সে তাদের আনফিনিশড বিজনেস শেষ করার জন্য ইউজ করবে। এই কাজ করতে গিয়ে “Loki” কে অনেক হিস্টোরিক্যাল ইভেন্টকে ইনফ্লুয়েন্স করতেও দেখা যাবে

via GIPHY

 

৬. MCU-এর ৬টা মুভি (Thor, Avengers, Thor – The Dark World, Thor – Ragnarok , Avengers – Infinity War এবং Avengers: Endgame) মিলিয়ে “Loki” কে আমরা স্ক্রিনে পেয়েছি মাত্র ১ ঘন্টা ১৯ মিনিটের জন্য। সেইদিক দিয়ে চিন্তা করলে এই সিরিজ “Loki”র ফ্যানদের জন্য বিশাল বড় একটা ট্রিট ! কেননা ২০১৯ সালের D23 এক্সপোর এনাউন্সমেন্ট অনুযায়ী ছয় এপিসোডের সিরিজটির একেকটা এপিসোডের ডিউরেশন হবে প্রায় এক ঘন্টা !

via GIPHY

 

৭. যদিও মার্ভেল কিংবা ডিজনির মুভি সিরিজের Rumors দিনশেষে কাজে আসে না। তবুও এই সিরিজে Thor, Heimdall, Grandmaster, Lady Loki, এমনকি Mephisto’র ক্যামিও থাকার স্ট্রং rumors আছে। তাছাড়াও “Loki”র পরিচালক বলেই রেখেছেন “Expect the unexpected”

via GIPHY

 

৮. “Loki”র ফ্যানদের জন্য আরেকটি এক্সাইটিং নিউজ হলো প্রথম সিজনের স্ট্রিমিং শুরু হওয়ার আগেই এই সিরিজকে সিজন টু এর জন্য রিনিউ করা হয়ে গেছে। ২০২২ সাল নাগাদ শুরু হয়ে যাবে পরবর্তী সিজনের শ্যুটিং

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: জেনে নিন বৃষ্টির দিনে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট কাজ কোনটি

এই জুনে নেটফ্লিক্সের যে মুভি/সিরিজগুলো মিস করা উচিত হবে না