বাংলাদেশিদের কাছে আইয়ুব বাচ্চু এক আবেগের নাম। কারণ লোকগানের এই দেশে রক গান গেয়েও তিনি গনমানুষের শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন। আজ তার জন্মবার্ষিকীতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আমাদের জীবনে তার প্রভাব আসলে কতটুকু।
১. প্রেমের শুরু থেকে শেষ, সবকিছুর জন্যই গান বানিয়ে গেছেন আমাদের প্রিয় এই শিল্পী
via GIPHY
২. স্টেজে উঠার পর অডিয়েন্সের একসাথে “সেই তুমি” গানের ইন্ট্রো গাওয়ার অনুভূতির সাথে অন্য কিছুর তুলনাই হয় না
via GIPHY
৩. ঈদ, পহেলা বৈশাখ মানেই টিভিতে এলআরবির শো
via GIPHY
৪. এলআরবির লাইভ শো মানেই স্টেজে আইয়ুব বাচ্চুর গিটার সলোতে হাজারখানেক দর্শককে কাঁপিয়ে ফেলা
via GIPHY
৫. নতুন গিটার বাজানো শিখেছে আর আইয়ুব বাচ্চুর সেই তুমি গিটারে প্রথম গান হিসেবে তুলেনি এমন বাংলাদেশি তরুণ খুঁজে পাওয়া যাবে না
via GIPHY
৬. আড্ডা হোক কিংবা বাসার গানের আসর। সেখানে বাচ্চু স্যারের একটা গান না হলে যেন জমেই না
via GIPHY
৭. দুই বছরের কাছাকাছি সময় আমাদের ছেড়ে চলে গেলেও, এখনো আমাদের অনেকেরই মনে হয় তিনি বেঁচে আছেন
via GIPHY
৮. লোকগানের দেশ বাংলাদেশে রক গান গেয়েও তিনি গনমানুষের শিল্পী