in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

যেসব কারণে “দিন- The Day” মুভিটি আপনার অন্তত ৩ বার দেখা উচিত

অনন্ত জলিলের সিনেমা মানেই দেশী চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উত্তেজনার সঞ্চার। অসম্ভবকে সম্ভব করে যে অনন্ত জলিল বাংলাদেশি সিনেমায় এনেছেন ভিন্ন মাত্রা – সেই অনন্ত জলিলের নতুন সিনেমা একবার দুইবার দেখে পোষাবে না। তাই কেন এই সিনেমা অন্তত ৩ বার দেখা উচিত তা নিয়েই আজকের আলোচনা।

১. অনন্ত জলিল এবং বর্ষা জুটি – অনেকদিন পর সবার প্রিয় এই জুটি রূপালী পর্দায় ফিরছেন। তাদের কেমিস্ট্রি এবং রোমান্স একবার দেখে কি মন ভরবে? অসম্ভব!

via GIPHY

 

২. অসাধারণ সিনেমাটোগ্রাফি – ট্রেইলার দেখেই বুঝা গেছে মুভির সিনেমাটোগ্রাফির মান অনন্ত জলিলের অন্যান্য মুভির তুলনায় খুবই ভালো। তাছাড়া একই টিকিটে দুই দেশের দৃশ্য (গান ছাড়া) – এরকম সুযোগ রোজ রোজ বাংলাদেশি সিনেমায় আসে না।

via GIPHY

 

৩. পরিচালনা – দিন- The Day সিনেমার পরিচালকের আসনে ছিলেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। তার আগের কোনো মুভি দেখা না থাকলেও নামের মধ্যে একটা ওজন আছে! সেখান থেকেই বুঝা যাচ্ছে মুভিটি ভালোই হবে

via GIPHY

 

৪. প্রচুর অ্যাকশন – মুভিতে কাহিনী কি হবে তা ট্রেইলারে টিজ করার পাশাপাশি ধুন্ধুমার অ্যাকশন সিকুয়েন্স গুলোর ক্লিপও দেখানো হয়েছে। এরকম দারুণ অ্যাকশন কোরিওগ্রাফি দেখতেও তো একাধিক বার যাওয়া যায়

via GIPHY

 

৫. ডায়লগ – মুভির ডায়লগই হয়ে উঠতে পারে মুভির প্রাণ। এই মুভিতেও আছে চমৎকার কিছু ডায়লগ। যেহেতু অনন্ত জলিলের মুভির সব ডায়লগ একবার শুনেই বুঝার ব্যাপারটা বেশ কঠিন, তাই ৩ বার দেখতেই সাজেস্ট করবো

via GIPHY

 

৬. সিনেমার নামের মর্মার্থ উদ্ধার – জলিল সাহেবের মুভির নামটি কেন এবার “দিন The Day” রাখা হলো, এর মর্মার্থ কি – এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। আর এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে সিনেমাটি একাধিকবার দেখলে!

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন এবারের ঈদে আপনি কত টাকার মধ্যে গরু পাবেন

৭টি পয়েন্টে দেখে নিন আমাদের কোরবানি ঈদনামা