বোরকা পরে বর্ডার ক্রস করার সময় আটক হয়েছেন এখনকার সময়ের আলোচিত সেলফি কিং সাহেদ, তবে বোরকা পরেও শেষ রক্ষা না হয়ে ক্ষিপ্ত হয়ে বোরকার টাকা ফেরত চেয়েছেন সাহেদ। এমনকি ধরা খাওয়ার জন্য বোরকা বিক্রেতাকে দায়ী করেছেন তিনি, তার দাবি বেশি টাকা নিয়েও তাকে ভুয়া বোরকা দিয়ে দেওয়ায় তিনি ধরা খেয়ে গিয়েছেন। এ ব্যাপারে জানার জন্য সাহেদকে আমাদের প্রতিবেদক জিজ্ঞেস করলে তিনি বলেন “আমি আমার বোরকার টাকা ফেরত চাই, বোরকাওয়ালাকে পেলে আমি ওর সানডে মানডে ক্লোজ করে দিবো, বোরকাওয়ালার লাইসেন্স বাতিল করার দাবি জানাই, বোরকা পরেও ধরা খেয়ে গেলাম কাক্কু।” তবে বোরকাওয়ালার লাইসেন্স বাতিল করার প্রসঙ্গে তার নিজের হাসপাতালের লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে, তিনি বোরকায় মুখ লুকিয়ে আমাদের প্রতিবেদককে কনুই দিয়ে গুতা মারতে আসেন।
সাহেদের এমন হুমকিতে তার কাছে বোরকা বিক্রি করা বিক্রেতা ব্যাপক আতংকে আছেন। তিনি বলেন- “এই লোক তো বহুত ডেঞ্জার ভাই, খালি কনুই দিয়া মারে, আমার কাছে থেকা বোরকা কিনা ২০ টাকা কম দিসিলো চাইতে গেলে কনুই দিয়া এমন একটু গুতা দিসে এখনো ব্যাথা করতেসে, এখন তো আমার নিজেরই বোরকা পইরা পলাইতে হইবো।”
এদিকে সাহেদকে নিয়ে “পালাবে কোথায়” এর সিক্যুয়েল বানানোর আগ্রহ প্রকাশ করেছেন বিখ্যাত হলিউড পরিচালক কুইন্টিন টারান্টিনো, এক টুইটে তিনি লিখেন “সাহেদ এ সময়ের সবচেয়ে সেরা প্রতারক। প্রতারক সমাজের জন্য আদর্শ সে, ধরা খেয়ে যাওয়ায় তার আগের করা সব প্রতারণা ম্লান হয়ে যাবে না, এমন মহাপুরুষের বায়োপিক বানাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো।”
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।