তীব্র গরমে জ্যাকেট পড়ানোর ভয় দেখিয়ে আজ ভরদুপুরে মোহাম্মদপুরে সব ছিনতাই করে নেওয়া হয়েছে এক যুবকের কাছ থেকে। জানা যায় নিজের লাইলির সাথে দেখা করতে সকাল বেলা মোহাম্মদপুরে উত্তরা থেকে আসেন রানা নামের সেই যুবক। তারপর ফিরে যাওয়ার সময় ভরদুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদক রাসেল ভাই তার কাছে গেলে তিনি কিছু বলার আগেই কান্নায় ভেঙে পড়েন পরে রাসেল ভাই তাকে তার মাথায় ঠাণ্ডা পানি ঢেলে তাকে ঠান্ডা করার পর তিনি বলেন- “আসলে আজকে আমাদের ফার্স্ট ডেট ছিলো। লাইলির সাথে দেখা করে মাত্র বাসায় যাবো এমন সময় যা দেখলাম রাসেল ভাই আমিতো শিহরিত। রিক্সা করে যাচ্ছি এমন সময় কোথা থেকে মুখোশধারী তিনজন একটা জিন্সের জ্যাকেট হাতে নিয়ে আমার রিক্সা থামিয়ে বলে যা আছে দেয় নাইলে জ্যাকেট পড়িয়ে দেবো। ভাবতে পারেন এই গরমে জ্যাকেট পড়িয়ে দিলে আমার কি অবস্থা হতো। ভয়ে যা ছিলো সব দিয়ে দিসি। লাইলীর দেওয়া গিফট ঠান্ডা পানির বোতল ও কেড়ে নিসে শালার পুতেরা” বলেই ভাইটি আবার কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনা শোনার পর কুজাতিসংঘের সভাপতি চা আনান বলেন- “এ তো ঘোর অন্যায় মানবতা আজ কোথায়। কোথায় গেছে আমাদের ছিনতাইকারীদের নীতিশিক্ষা। এই গরমে কেউ কাউকে জ্যাকেট পড়ানোর ভয় দেখায়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই”।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।