in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

স্কুল লাইফে টিচারদের যে ৭ রকমের অজুহাত আমরা সবাই দিয়েছি

স্কুললাইফে টিচারদের মাইর আর বকাঝকার হাত থেকে বাঁচার জন্য কত কি না করেছি আমরা। এমন সব অজুহাত দিতাম যেগুলো এখন মনে পড়লে নিজের অজান্তেই হয়তো হেসে উঠি আমরা। মিলিয়ে দেখুনতো আপনিও এরকম অজুহাত দিতেন কি না!

১. ঘুম থেকে উঠতে না পারার কারণে স্কুল মিস দিয়ে পেটব্যথা, জ্বর এসবের বাহানা দেয়া

via GIPHY

 

২. হোমওয়ার্ক করতে ভুলে গেলে, ‘হোম ওয়ার্ক ঠিকই করেছি, কিন্তু বাসায় রেখে এসেছি’ – এই অজুহাত দেয়া

via GIPHY

 

৩. গার্ডিয়ান দেখা করার জন্য বললে, ‘আব্বু-আম্মু ব্যস্ত অথবা অসুস্থ’- এমন অজুহাত দেয়া

via GIPHY

 

৪. চুল কেটে আসতে বললে, ‘সেলুন বন্ধ ছিল তাই কাটাতে পারিনি’- এমন বাহানা দেয়া

via GIPHY

 

৫. অ্যাসেম্বলি অথবা পিটি ক্লাস বাংক দেয়ার জন্য অসুস্থতার বাহানা দেয়া

via GIPHY

 

৬. ক্লাসে লেইট করে এসে, রাস্তার জ্যামের অজুহাত দেয়া

via GIPHY

 

৭. দাদা-দাদী, নানা-নানি থেকে শুরু করে, বিভিন্ন ক্লোজ রিলেটিভের death এর বাহানা দেয়া

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: জেনে নিন কোন বাংলা সিনেমাটি আপনার এখনই দেখা উচিত

Lesser known benefits of people who get easily excited