in

মাইরালামাইরালা

জমে যাওয়া পানিতে স্কুবা ডাইভিং করেছেন বলে দাবি করলেন চট্রগ্রামের জয়নাল

বৃষ্টিতে জমে যাওয়া পানিতে স্কুবা ডাইভিং করেছেন বলে দাবি করেছেন চট্রগ্রামের জয়নাল নামের এক যুবক। সামান্য বৃষ্টি হলেই চট্রগ্রামে পানি জমে যায়। হাঁটু পানি থেকে শুরু করে গলা পানি; কখনো কখনো আরো বেশি পানি জমে যাওয়া কোন ব্যাপারই না। একে চট্রগ্রামের ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়। এবার সেই জমা পানিতেই স্কুবা ডাইভিং করেছেন বলে জানিয়েছেন জয়নাল। এ ব্যাপারে জয়নালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন “আই বোত দিন দরি স্কুবা ডাইভিং গরির কিন্তু আর বোত দিনোর স্বপ্ন আছিল যে আই নিজর জন্মভুমি চট্টগ্রামোত স্কুবা ডাইভিং গইরগম। এবার আর স্বপ্নগান পূরণ ওইয়ে, আই গিনেস বুকত আর নাম তোলার জোর দাবি জানাইর”।

এদিকে জয়নালের এই খবর শুনে বিশ্বের বাঘা বাঘা স্কুবা ডাইভার চট্রগামে এসে একবার চট্রগ্রামের জমা পানিতে স্কুবা ডাইভিংয়ের স্বাদ নিতে চান। এমনকি বেয়ার গ্রিলস অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে সুরসুর করে চট্রগ্রামে চলে এসেছেন। স্কুবা ডাইভিং করার সময় স্থানীয় লোকজনের কাছে ধরা খেয়ে গ্রিলস ভাই বলেন “আমি আসলে জয়নাল ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। এমন অ্যাডভেঞ্চারাস বুদ্ধি যার মাথায় আছে সে আমারও গুরু। আমি তার পায়ের কাদা নিতে চাই”।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

স্বপ্নের বেডরুমে যে ১০টি ফিচার থাকা চাই-ই চাই

রাস্তাঘাটে ধরা খাওয়ার পর বাংলাদেশি বাইকারদের ৭টি অতি কমন অজুহাত