in

কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বাপ্পারাজের কাছ থেকেই কবির সিং মুভির ছ্যাক খাওয়া অভিনয়ে অনুপ্রাণিত শহীদ কাপুর

সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় অভিনেতা শহীদ কাপুরের নতুন সিনেমা কবির। যেখানে অভিনয় এবং লুকের জন্য দারুণভাবে প্রশংসিত হচ্ছেন এই অভিনেতা, তবে কাশেম টিভিতে সদ্য দেওয়া এক ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন এমন ব্যর্থ প্রেমিকের লুক এবং এক্টিং করার অনুপ্রেরণা পেয়েছেন এই উপমহাদেশের অঘোষিত ছ্যাক সম্রাট বাপ্পারাজের কাছ থেকে। তিনি ইন্টারভিউটিতে বলেন- “আমার ছোটকাল থেকেই বাপ্পা ভাইকে খুব ভালো লাগে, তিনি প্রেম করে ছ্যাক খেয়ে কান্নাকাটি করে নেচে গেয়ে গড়াগড়ি খেয়ে ইমোশনের যেভাবে চৌদ্দগুষ্টি উদ্ধার করতেন তা দেখে আমিও স্বপ্ন দেখতাম আমিও একদিন এমন অভিনয় করবো। শুধু অভিনয়ই নয় আমি বাপ্পা ভাইয়ের মত লুকও নিতে চেয়েছিলাম। অবশেষে কবির সিনেমায় আমি সে সুযোগ পেলাম। নিজেকে বাপ্পা ভাইয়ের যোগ্য ফ্যান হিসেবে সবার সামনে তুলে ধরতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই হলে গিয়ে কাজী মারুফ ভাইয়ের সিনেমাই দেখেন এবার একটু আমার সিনেমাও দেখেন আর রিভিউ দিয়েন কিন্তু সিনেমা ভালো লাগলে”।

বাপ্পারাজের কাছে এ ব্যাপারে জানার জন্য ফোন দিলে তিনি তার পিএস কে দিয়ে ফোন ধরিয়ে পাশ থেকে বলেন- বলো যে, “আমি নেই”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে ৭জন বাংলাদেশির অবদান কখনোই ভুলে যাওয়ার নয়

শরীরের বিভিন্ন অংশের ব্যাথা দূর করতে ঘুমানোর সঠিক ১০টি নিয়ম