সাকরাইন পুরান ঢাকার ঐতিহ্য যা অনেকের কাছে ঘুড়ি উৎসব নামে পরিচিত। তবে সাকরাইন শুধু ঘুড়ি উড়ানোর উৎসব নয়। সাকরাইনে পুরান ঢাকার ঘরে ঘরে চলে পিঠা পুলি উৎসব সহ নানান খাবার এর আয়োজন আর সন্ধ্যা থেকে ফায়ারওয়ার্ক্স, যার লাল নীল আলোয় আলোকিত হয়ে যায় পুরানো ঢাকা। এবারের সাকরাইনে চোখ ধাঁধানো ফায়ারওয়ার্ক্স একটু ভিন্ন এবং চমৎকারভাবে ধারণ করেছেন মেহেদী রহমান এহাব। নিশ্চিত ভিডিওটি আপনাকে ভিন্ন একটি অনুভূতি দেবে।