আমাদের সবার সার্কেলেই কমপক্ষে একজন করে হলেও ইঞ্জিনিয়ারিং পড়ছে এমন বন্ধু থাকে, তাকে কখনো জিজ্ঞেস করেছেন বন্ধু জীবনটা কেমন যাচ্ছে? একবার জিজ্ঞেস করে দেখুন, দেখবেন বেচারা হতাশ হয়ে গিয়েছে। কারণ এক ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে তাদের জীবনের ১২টা বেজে গিয়েছে। আর আপনি নিজেই যদি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই। আজকের বিষয়গুলোর সাথে আপনি অনেক বেশিই পরিচিত।
১. পড়ালেখার চাপে পুরো ইউনিভার্সিটি লাইফ একদম সিঙ্গেলই কেটে গেলো আপনার
via GIPHY
২. পরীক্ষার আগে রাতে পড়েও আপনি সব সাবজেক্ট ক্লিয়ার করে ফেলতে পারেন
via GIPHY
৩. আপনার অন্যতম এনার্জি বুস্টার হচ্ছে টংয়ের চা
via GIPHY
৪. পুরো ইউনিভার্সিটি লাইফের ক্লাসগুলো আপনার অন্যের থেকে কলম আর কাগজ ধার করে কেটে গেল
via GIPHY
৫. আপনার চেনা অন্যতম বড়লোক মানুষ হচ্ছে ফটোকপির দোকানদার। এখন প্লিজ জিজ্ঞেস করবেন না, কিভাবে সে বড়লোক হলো?
via GIPHY
৬. পড়ালেখা ছাড়াও আপনি ফটোগ্রাফি, মিউজিক, ফিল্মমেকিংসহ বহুমুখী প্রতিভার অধিকারী
via GIPHY
৭. সারারাত জাগার উপর যদি কোন মেডেল দেওয়া হয়, তবে আপনি নিশ্চিত তা পাবেন
via GIPHY
৮. মাঝেমধ্যে আপনার মনে হয়, আমি কি করছি, কেন করছি? মানে কি এই জীবনের?