in

যে ৮টি লক্ষণ থাকলে বুঝবেন আপনি অনলাইন শপিংয়ে আসক্ত

অনলাইনে শপিং করার মজা একবার যে পেয়ে গেছে, তাকে আর সেখান থেকে ফেরানো মুশকিল। এক সময় অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে কেনা জিনিসটা ব্যবহার করা হোক না হোক, অর্ডার করা চাই। এরকম এক্সাইটিং আসক্তি নিয়ে যারা দিন কাটাচ্ছেন, তাদেরকে নিয়েই আজকের আয়োজন!

১. আপনার নিউজফিড ভর্তি শুধু ই-কমার্স শপের পোস্ট

via GIPHY

 

২. আপনার বাসায় প্রতি ৩ দিনে অন্তত একটা ডেলিভারি আসে

via GIPHY

 

৩. আপনার জমানো টাকা এক সপ্তাহের বেশি থাকে না

via GIPHY

 

৪. আপনার ফোনের গ্যালারিতে মানুষের ছবির চেয়ে প্রোডাক্টের ছবি বেশি

via GIPHY

 

৫. ডেলিভ্যারি ম্যানদের সাথে আপনার একরকম ফ্রেন্ডশিপ হয়ে গেছে

via GIPHY

 

৬. অর্ডার হাতে পাওয়ার পর আপনি চিন্তা করেন যে, কেন অর্ডার করেছিলেন!

via GIPHY

 

৭. সব অনলাইন শপিংয়ের পেইজ আপনি “See First” দিয়ে রাখেন

via GIPHY

 

৮. এত এত জিনিস কিনেছেন যে, নিজেই একটা ই-কমার্স পেইজ ওপেন করতে পারবেন

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

মেয়েদের যে ৭টি কর্মকাণ্ডের কোন সঠিক ব্যাখ্যা নেই

Quiz: কুইজ খেলে জেনে নিন কে আপনাকে নিয়ে সবসময় টেনশনে থাকে