in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

যে ৭টি লক্ষণ থাকলে বুঝবেন আপনি একাই ১০০, অন্য কাউকে আপনার লাগে না

“একাই ১০০” কথাটা রিয়েল কিংবা রিল লাইফে আমরা যতবার শুনি ততবারই এটা দিয়ে বুঝানো হয় ফিজিক্যাল স্ট্রেংথ বা ক্যাপাবিলিটি। অথচ এই টার্মকে অন্যভাবেও ইউজ করা যায়। বিশেষ করে তাদের জন্য যারা কারো উপর ডিপেন্ডেড না।

১. আপনি রুমের ফ্যান বা দেয়ালের দিকে তাকিয়েই ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারেন। সহজে আপনার “একা একা” লাগে না

via GIPHY

 

২. পছন্দের মুভি রিলিজ পেলে আপনি একাই সিনেমা হলে গিয়ে পুরো মুভি এনজয় করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না

via GIPHY

 

৩. আপনি অলরেডি সেলফ ডিপেন্ডেড অথবা অচিরেই সেলফ ডিপেন্ডেড হওয়ার পথেই হাঁটছেন। সুতরাং You are enough!

via GIPHY

 

৪. আপনি মন চাইলে একা-একাই বৃষ্টিতে ভিজেন। সুযোগ পেলেই একটা রিক্সা ভাড়া করে একা একাই পছন্দের এলাকার রাস্তায় ঘুরে বেড়ান

via GIPHY

৫. আপনি নিজের খুব ভালো খেয়াল রাখতে জানেন। আপনার স্বাস্থ্য,পড়াশোনা বা দায়িত্ব সম্বন্ধে কারো কাছ থেকে রিমাইন্ডার পাওয়ার দরকার হয় না

via GIPHY

 

৬. আপনি নিজেকে অনেক ভালোবাসেন এবং নিজের জন্য বাঁচতে চান বলেই আপনার শক্তিটা একদম ভেতর থেকে আসে

via GIPHY

৭. আপনি সব ধরণের ওভারথিংকিং থেকে সন্ন্যাস নিয়েছেন। একটা বিষয় নিয়ে প্রয়োজনের বেশি চিন্তা/দুশ্চিন্তা করে সময় নষ্ট করেন না

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

বন্ধুদের সাথে কোথাও দাওয়াতে গেলে যে ৬টি কমন ঘটনা ঘটবেই

Quiz: কুইজ খেলে জেনে নিন স্বভাব অনুযায়ী কোন ধরণের রুটি আপনি