ঝাল খাবার খেতে সবারই ভালো লাগে, কিন্তু কিছু মানুষ আছেন যাদের ঝাল খাওয়ার ক্ষমতা ঐশ্বরিক লেভেলের। ঝালে চোখমুখ লাল হয়ে গেলেও ফুচকাওয়ালা মামাকে “মামা আরেকটু ঝাল দেন” বলার মতো দুঃসাহস এরা করতে পারেন। আজ জেনে নিন কঠিন ঝালখোরদের এমন কিছু লক্ষণ আর মিলিয়ে নিন আপনিও এমন কঠিন ঝালখোর কিনা
১. রেস্টুরেন্টে ঢুকে যা-ই অর্ডার করেন না কেনো ওয়েটারকে “স্পাইসি যাতে বেশি হয়” না বললে আপনার মনে শান্তি লাগে না
via GIPHY
২. খেতে বসলে আশপাশের লোকজন যখন ঝালে হা হু করতে থাকে তখন আপনার নিজেকে মনে হয় স্পাইস গড
via GIPHY
৩. সুপার স্পাইসি নাগা বার্গারও আপনি ওয়েটারকে বলে এক্সট্রা স্পাইস অ্যাড করে নেন
via GIPHY
৪. কোন ধরনের ঝালই আপনার কাছে ঝাল না
via GIPHY
৫. বন্ধুরা যখন একসাথে পিজ্জা অর্ডার করার সময় বলে কোন ঝাল টাল চলবে না, আপনার মনে হয় বন্ধু পাল্টানোর সময় এসেছে এবার
via GIPHY
৬. আইসক্রিম খেতে গেলে আপনার মনে অনেক দুঃখ লাগে এই ভেবে যে আইসক্রিম কেন স্পাইসি হয় না
via GIPHY
৭. যে ফুচকাওয়ালা মামা ফুচকায় বেশি ঝাল দেয় তাদের জন্য আপনার মনে স্পেশাল জায়গা রয়েছে
via GIPHY
৮. খেতে বসলে সাথে কচকচ করে কয়েকটা মরিচ না খেলে আপনার খাবার পূর্ণতা পায় না
via GIPHY
৯. বন্ধুদের কাছে আপনি ঝালে ঝাল শাহজালাল হিসেবে খ্যাত
via GIPHY
১০. ঝালে চোখ মুখ লাল হয়ে যাওয়ার পরও আপনি অবলীলায় বলেন, “মামা ঝাল একটু বাড়িয়ে দেন”