আমাদের অবসর সময়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে মুভি বা সিরিজ দেখা। তবে অনেকের কাছে এটা নেশার মত, অবসরে মুভি দেখবো সে আশায় তারা বসে থাকেন না, বরং মুভি/সিরিজ দেখার জন্য অবসর বানিয়ে নিতে তারা বেশি বিশ্বাসী। আপনিও যদি তেমন মুভি/সিরিজ লাভার হন, তবে নিজেকে খুঁজে নিতে পারেন এই তালিকা থেকে-
১. অন্যদের কাছে ছুটির দিন মানে ঘুরতে যাওয়ার দিন, আর আপনার কাছে নতুন মুভি বা পছন্দের সিরিজের এক সিজন শেষ করার দিন
via GIPHY
২. মুভি দেখে দেখে আপনি যে একজন বড় মাপের ক্রিটিক হয়ে গেছেন, যেকোন আড্ডায় এসব টপিক তুলে সবাইকে সেটা বারবার মনে করিয়ে দেন
via GIPHY
৩. নিজের পছন্দের মুভি বন্ধুরাও যাতে দেখে, সে ব্যাপারে সবসময় আপনার জোর চেষ্টা থাকে
via GIPHY
৪. সাধারণ মানুষ যখন একদিনে যেকোন সিরিজের এক/দুই এপিসোড দেখে। আপনি একদিনে এক দুই সিজন দেখেন
via GIPHY
৫. মানুষের মুভি/সিরিজ সিলেকশন দেখে আপনি তাদের বিচার করেন
via GIPHY
৬. পছন্দের সিরিজের নতুন সিজন এলে, খাওয়া দাওয়া ভুলে গিয়ে সেটা দেখতে থাকেন
via GIPHY
৭. কিছু কিছু মুভি আপনার মনে এমনভাবে গেঁথে আছে যে সেগুলো হাজারবার দেখতেও আপনার কোন আপত্তি নেই
via GIPHY
৮. পছন্দের অভিনেতা/অভিনেত্রী কিংবা মুভি/সিরিজ নিয়ে কেউ খারাপ কথা বললে সাথে সাথে আপনার মেজাজ খারাপ হয়ে যায়
via GIPHY
৯. বিভিন্ন ফেসবুক গ্রুপে কিংবা মুভি/সিরিজের সাইটে রিভিউ লিখতে বেশ ভালোই লাগে আপনার
via GIPHY
১০. প্রতিদিন অন্তত একটা মুভি বা এপিসোড না দেখলে আপনার পেটের ভাত হজমই হয় না
via GIPHY
১১. এই ব্যাপারে আপনি সর্বভুক, কোন নির্দিষ্ট ধারা নয়, সব ধারার মুভিই আপনি দেখেন
via GIPHY
১২. তাই কোয়ারেন্টিনের এই সময়টা আপনি অন্যদের মত বোরড হচ্ছেন না। কারণ মুভি/সিরিজ দেখে দিব্যি সময় কেটে যাচ্ছে আপনার