হোম কোয়ারেন্টিনে থেকে থেকে সবার একদম দমবন্ধ হওয়ার জোগাড়, মনে হচ্ছে সময়ের একটা লুপে পড়ে গিয়েছি আমরা এবং এখান থেকে বের হওয়ার আর কোন উপায় নেই। তবে প্রবাদে আছে, “মানুষ অভ্যাসের দাস” তাই ঘরে থাকতে থাকতে অনেকে নিজেকে এই অভ্যাসের দাস বানিয়ে ফেলেছে, মানে বাইরে সোশ্যাল মিডিয়াতে হোম কোয়ারেন্টিন নিয়ে যতই হা-হুতাশ করুক, মনে মনে ঠিকই কোয়ারেন্টিনের প্রেমে পড়েছেন। আপনিও কি তাদের মধ্যে একজন? দেখুন তো এই তালিকায় দেয়া লক্ষণগুলোর সাথে মিল খুঁজে পান কিনা!
১. ইচ্ছে মতো ঘুমের টাইমিং পাচ্ছেন, কাজ বা ক্লাসে যাওয়ার অজুহাতে জলদি ঘুমাতে হয় না আজকাল
via GIPHY
২. ঘড়ি বা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে এখন আর আঁতকে উঠতে হয় না
via GIPHY
৩. এক সাথে এত সিনেমা, সিরিজ দেখা বা বই পড়া কোনদিনই হয়নি এর আগে, তাই আপনি বেশ খুশি
via GIPHY
৪. সারাদিন কি খাবেন তা নিয়ে একটু আরাম করে ও সময় নিয়ে চিন্তা-ভাবনা করতে পারেন
via GIPHY
৫. বাসায় থেকে থেকে আপনি তো গত একমাসে একদম মাস্টারশেফ বনে গেছেন। ভাবছেন লকডাউন শেষে একটা খাবারের ব্যবসা দিলে খারাপ হয় না!
via GIPHY
৬. গত কয়েকদিনে যে ব্যাপারটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তা হলো Work from home!
via GIPHY
৭. অনেক মানুষের চেহারা পছন্দ না হওয়া সত্ত্বেও আগে রোজ দেখতে হতো, এখন দেখতে হয় না। এই বিষয়টা আপনি অনেক বেশি উপভোগ করছেন
via GIPHY
৮. আর যদি আপনি আগে থেকেই ইন্ট্রোভার্ট স্বভাবের হন, তাহলে তো আর নতুন করে কিছু বলার নাই, আপনার তো ভাই এখন সামার ভ্যাকেশন চলছে!