বাংলাদেশি হিসেবে সময়মতো কোথাও না যাওয়াটা আমাদের ঐতিহ্যের পর্যায়ে পড়ে, কিন্তু এর মাঝেও অনেকে আছেন যারা লেট করাটাকে আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। আপনিও কি এমন লেট লতিফ? তাহলে দুঃখিত আপনাকে নিয়ে লেখার জন্য!
১. কোথাও কোনো প্ল্যানিং হলে সবাইকে ৫টায় আসতে বলা হলেও আপনাকে বলা হয় ৪টায়
via GIPHY
২. আপনার জন্য এইতো আমি বের হয়ে গেছি/আমি রাস্তায় আছি মানে হচ্ছে আপনি এখনও বিছানায়/গোসল করতে যাবেন
via GIPHY
৩. আপনি সময়মতো কোথাও গেলে আপনার চেনাজানা লোকজন খুশিতে পাগল হয়ে যায়
via GIPHY
৪. অফিস/ইউনিভার্সিটি নামক এই জায়গাগুলোতে সবকিছু টাইম অনুযায়ী হয় বলে, এগুলো আপনার জন্য প্রকৃত যুদ্ধক্ষেত্র
via GIPHY
৫. সবসময়েই আপনি দারুণ কিছু না কিছু মিস করেন, নিজের এমন স্বভাবের জন্য
via GIPHY
৬. আপনার সঙ্গী আপনাকে এই নিয়ে ওয়ার্নিং দিতে দিতে ক্লান্ত
via GIPHY
৭. অজুহাত আর আপনি, একে অন্যের পরিপূরক
via GIPHY
৮. প্রতিদিনই বলেন কাল থেকে সময়মতো সব করবো, কিন্তু পরের দিনই “যেই লাউ, সেই কদু”
via GIPHY
৯. আপনার সবচেয়ে অপছন্দের শব্দ “আর্জেন্ট”
via GIPHY
১০. মাঝেমধ্যে মনে হয় আপনার কোনো সমস্যা নেই, দুনিয়ার সবাই মিলে আপনার পিছনে লেগেছে