in

মাইরালামাইরালা

যে লক্ষণগুলো প্রমান করে আপনি “সুপারস্টার” জায়েদ খান

আমাদের দেশে যে কয়জন সুপারস্টার আছেন তার চেয়েও বেশি মানুষ নিজেকে সুপারস্টার বলে দাবি করে। এখন এই দাবি তো এমনি এমনি করা যায় না, এর পাশাপাশি সুপারস্টারদের মতো লাইফস্টাইলও থাকা চাই। এইদিক দিয়ে জায়েদ খান কিন্তু একজন “সুপারস্টার” হিসেবে নিজেকে দাবি করতেই পারেন (অলরেডি করেনও)। আপনার মধ্যে যদি উনার মতো কিছু লক্ষণ থাকে তাহলে আপনিও এই দাবি করতে পারবেন।

১. আপনি কিভাবে কিভাবে যেন সবসময় গ্যাঞ্জামে পড়ে যান। গ্যাঞ্জামে পড়ার কারণ আপনি ছাড়া বাকি সবাই বুঝে

via GIPHY

 

২. আপনার অনেক হেটার্স, তবে তাদের নিয়ে আপনার কোন মাথাব্যথা নেই। কারণ গুণী মানুষের হেটার্স থাকা স্বাভাবিক বলে আপনি মনে করেন

via GIPHY

 

৩. আপনার বন্ধুরা আপনাকে অনেক বেশি সাপোর্ট দেয়। এজন্য আপনি আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন

via GIPHY

 

৪. আপনি লুকিয়ে লুকিয়ে যেকোনো কাজ সেরে ফেলায় একদম ওস্তাদ। লুকিয়ে লুকিয়ে অসম্ভবকে সম্ভব করা আপনার কাজ

via GIPHY

 

৫. সোশ্যাল মিডিয়ায় আপনি খুবই অ্যাকটিভ। তেমনই সোশ্যাল এক্টিভিটিতেও আপনি মিডিয়া কে টেনে আনেন

via GIPHY

 

৬. প্রায়ই অন্যরা আপনাকে নিয়ে মজা নেয়, – আপনিও পাল্টা জবাব দিতে জানেন এবং হাবিজাবি কিছু একটা হলেও বলে আসেন

via GIPHY

 

৭. আপনি যেটা চান, সেটা কোন না কোনভাবে আদায় করে ছাড়েন। আশেপাশের মানুষ বারবার এই নজির পেয়েছে

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

“Coke Studio বাংলা কনসার্ট” চাওয়া পাওয়ার সমীকরণ কি মিললো?

যে কয়েক টাইপের বউ আমাদের দেশের ঘরে ঘরে দেখা যায়