in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ১০টি লক্ষন প্রমাণ করে মোবাইল ফোন ছাড়া আপনার চলেই না

আপনার কাছে যদি আপনার ফোন সবচেয়ে প্রিয় জিনিস হয়, ফোন ছাড়া যদি আপনার একদমই না চলে তাহলে নিচের এই লক্ষণগুলো আপনার সাথে মিলবেই।

১. আপনার ফোন সারাক্ষণ আপনার হাতে থাকে, এমনকি ওয়াশরুমেও আপনি ফোন নিয়ে যান।

via GIPHY

 

২. ঘুমানোর সময় আপনি ফোন পাশে রেখে ঘুমান আর ঘুম ভাঙার পর সবার প্রথমে আপনি ফোন চেক করেন।

via GIPHY

 

৩. ফোন হাত থেকে পড়ে গেলে আপনার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যায়।

via GIPHY

 

৪. আপনি একটু পর পর ফোনের নোটিফিকেশন চেক করতে থাকেন।

 

via GIPHY

 

৫. হঠাৎ ফোন আশেপাশে খুঁজে না পেলেই আপনি প্যানিক করা শুরু করেন।

via GIPHY

 

৬. আপনি সারাক্ষণ ফোন টিপতে থাকেন বলে আপনার আশেপাশের মানুষেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়।

via GIPHY

 

৭. টিভি দেখার সময়ও আপনার চোখ ফোনের স্ক্রিনেই থাকে।

via GIPHY

 

৮. আপনার মন ভাঙলেও এতটা কষ্ট লাগে না যতটা ফোনের স্ক্রিন ভেঙে গেলে লাগে!

via GIPHY

 

৯. অনেক সময় ফোন না আসলেও আপনার মনে হয় ফোনে ভাইব্রেশন হচ্ছে।

via GIPHY

 

১০. বাইরে কোথাও ঘুরতে গেলেও আপনি ফোনে সবকিছুর ছবি তুলতেই বেশি ব্যস্ত থাকেন।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

মাস্কে মুখ ঢেকে ঘোরাঘুরি করে আরও যে ৭টি সুবিধা পেতে পারেন

Quiz: ইমোজি দেখে এই ১০টি বাংলা সিনেমার নাম মিলাতে পারবেন?