in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যে ১০টি লক্ষন বলে দেয়, আপনার জন্মই হয়েছে শুধু ঘোরাঘুরির জন্য

ঘোরাঘুরি সবারই ভালো লাগে, তবে কিছু মানুষের কাছে ঘোরাঘুরি একটা নেশার মত। মানে ঘুরতে যদি টাকা পয়সা না লাগতো, তবে তাদের কোনদিন আর খুঁজেই পাওয়া যেতো না। তাই একটু সুযোগ বা অজুহাত পেলেই এরা ঘুরতে বের হয়ে যায়। তাই আজকের তালিকায় এমন ট্যুরপাগলাদের লক্ষনগুলোই খুঁজে বের করা হয়েছে, মিলিয়ে দেখুন তো আপনার সাথেও কিছু মিলে যায় কিনা!

১. গ্রুপের মধ্যে সবসময় ট্যুরের প্ল্যান আপনিই করেন

via GIPHY

 

২. এক জায়গা থেকে একবার ঘুরে আসলেও, সেখানে আবার ঘুরতে যেতে আপনার কোন আপত্তি নেই

via GIPHY

 

৩. একটা পারফেক্ট ডেটের চেয়ে, পারফেক্ট ট্রিপ আপনার কাছে অনেক দামি

via GIPHY

 

৪. ছুটি ছোট হোক বা বড়, তা অন্যদের কাছে বাসায় আরাম করার উপলক্ষ্য হলেও, আপনার কাছে তা শুধুমাত্র ঘোরাঘুরির উপলক্ষ্যই

via GIPHY

 

৫. ঘোরাঘুরির জন্য এক সেট কাপড় আর ছোট একটা ব্যাগই আপনার জন্য যথেষ্ট

via GIPHY

 

৬. হুট করে প্ল্যান করে ঘুরতে যাওয়াতে আপনি একজন এক্সপার্ট এবং অনেকবার করেও ফেলেছেন এটা

via GIPHY

 

৭. যেকোন ধরনের মনের ইনফেকশন কাটাতে (পড়ুন স্ট্রেস কাটাতে), ট্রাভেলিংই আপনার একমাত্র অ্যান্টিবায়োটিক

via GIPHY

 

৮. প্রতি বছর হিসেবে করে, কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেটার প্ল্যান আপনার মাথায় সবসময়ই রেডি থাকে

via GIPHY

 

৯. ট্যুর প্ল্যান করার পর কেউ যেতে না চাইলেও, তাকে কোন না কোন ভাবে ফাঁদে ফেলে, আপনি ম্যানেজ করে ফেলেন যাওয়ার জন্য

via GIPHY

 

১০. আপনার বয়সী বন্ধুরা অন্যদেশে সেটেল হওয়ার কথা ভাবে, আর ঠিক তখন আপনি ভাবেন কত টাকা ইনকাম করলে, বেশি বেশি দেশ ঘোরা যাবে তা নিয়ে!

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার কালার সেন্স কোন লেভেলের

১০টি ধাপে ছাত্র জীবনে গ্রুপ ওয়ার্কের যত প্যারা