in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে

Third Wheeling করতে গেলে যে ৬ ধরনের সিচুয়েশন ফেইস করতে হয়

আপনার যেই কাপল ফ্রেন্ডরা তাদের সাথে সবসময় আপনাকে নিয়ে যায় কিংবা নিয়ে যেতে চায়, তাদের সাথে আপনি গেলেই তাকে ‘থার্ড হুইলিং’ করা বলে। এই থার্ড হুইলার হিসেবে যে যায়, তাকে মাঝেমধ্যেই বিভিন্ন অদ্ভুত সিচুয়েশনের মুখোমুখি হতে হয়। চলুন তেমন কিছু সিচুয়েশন সম্পর্কে জেনে নেওয়া যাক

১. ওরা নিজেরা নিজেরাই ধুপধাপ হ্যাংআউট প্ল্যান করে, আবার ক্যান্সেলও করে; উভয় ক্ষেত্রেই আপনার কোনো say থাকে না

via GIPHY

 

২. আপনি না যেতে চাইলে ন্যাকামি করে মন খারাপ করে। তাই বন্ধুত্ব রক্ষার জন্য হলেও আপনাকে যেতে হয়

via GIPHY

 

৩. ওদের বিভিন্ন রোমান্টিক আলাপ কানে ভেসে আসে এবং তখন সেগুলো ইগনোর করে সামনে রাখা খাবারে আপনাকে ফোকাস করতে হয়

via GIPHY

 

৪. মাঝেমধ্যে দুজনের মধ্যে ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, কেউ আবার উঠে চলে যায় – এগুলোও ভদ্রভাবে আপনার সহ্য করা লাগে

via GIPHY

 

৫. আল্লাহর দুনিয়ায় যেখানেই যাওয়া হোক না কেন, তাদের কাপল পিক তোলা চাই। সেই শত শত পিক তোলার দায়িত্ব আপনাকেই নিতে হয়

via GIPHY

 

৬. হঠাৎ করে তাদের ফ্যামিলি থেকে ফোন আসলেও আপনাকে ধরিয়ে দেওয়া হয়। তখন সত্য-মিথ্যা মিলিয়ে জগাখিচুড়ি কিছু একটা বলে তাদেরকে রক্ষা করার দায়িত্ব নিতে হয়

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

গর্ভবতী মায়েদের রমজান মাসে যে ৮টি বিষয়ে খেয়াল রাখা দরকার

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন বাড়িটি আপনি