in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

হোম কোয়ারেন্টিনে সিঙ্গেলদের জীবনে নেমে আসা এই ৮টি বিপর্যয়, সত্যিই দুঃখজনক

দিনের পর দিন যাচ্ছে, কিন্তু কোয়ারেন্টিন আর শেষ হচ্ছে না। আর কোয়ারেন্টিনে যারা সিঙ্গেল, অর্থাৎ যাদের বাবু খাইসো জিজ্ঞেস করার কেউ নেই, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। যেন একদম জলে কুমির, ডাঙ্গায় বাঘ মার্কা সময় যাচ্ছে তাদের। কারণ এদের সবদিকেই মরুভূমি অবস্থা।

১. দেখতে দেখতে নেটফ্লিক্সের সব মুভি শেষ

via GIPHY

 

২. Work from home আর Work for home দুটোই মিলেমিশে একাকার

via GIPHY

 

৩. কোন বাবু নেই দেখে বন্ধুদেরই ভিডিও কল দিয়ে কথা বলতে হচ্ছে

via GIPHY

 

৪. রাতে ঘুম আসে না, আর দিনে ঘুম ভাঙ্গে না। এমন একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে

via GIPHY

 

৫. সিঙ্গেল জীবন এমনিতেই মরুভূমির মত, এর মাঝে যদি কোনোভাবে ইন্টারনেট চলে যায়, তাহলে তো আর কথাই নেই!

via GIPHY

 

৬. বন্ধুদের বাবুদের সাথে ভিডিও কলের স্ক্রিনশট তাদের স্টোরিতে দেখতে দেখতে চোখটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়

via GIPHY

 

৭. পরিবারের নানা প্রশ্ন থেকে পালানোরও এখন কোন উপায় নেই! কিয়েক্টাবস্থা!

via GIPHY

 

৮. অনেকে আবার সিঙ্গেল মাস্টারসেফের পরবর্তী সিজনের জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

প্রতিদিনের সাধারণ যে ১২টি ব্যাপার এই কোয়ারেন্টিনে খুব বেশি মিস করছি

রাউটার অফ করে অন করলেই কোভিড-১৯ সেরে যাবে বলে জানিয়েছে এক ইন্টারনেট ব্যবসায়ী