in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

জীবনের যে ৬টি ধাপে হাল ছেড়ে দেয়াই উচিত সিদ্ধান্ত

হাল ছেড়ো না কিংবা সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, এমন কথা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি। তবে আমাদের কখনো শিখানো হয় না, কখন হাল ছেড়ে দেয়াই সর্বোত্তম পন্থা। যতই আমরা বলি না কেন Its never ok to give up! কিন্তু বাস্তব জীবনে নিজের ভালোর জন্য কিছু কিছু সময়ে Give up করে নতুন করে শুরু করাই শ্রেয়।

১. যখন কেউ আপনার কথা না শুনে নিজ থেকেই মাতব্বরি করা পছন্দ করে, তখন তাকে বোঝানোর চেষ্টা বন্ধ করে দেয়া উচিত

via GIPHY

 

২. যখন উপকার করতে গিয়ে বরং তার কাছে সেটার কৈফিয়ত দিতে হয়, তখন নিজ থেকে অন্যের উপকার করা বন্ধ করে দেয়া উচিত

via GIPHY

 

৩. যখন দুইজনের প্রচেষ্টার পরও প্রেম টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়, তখন একে অপরের উপর দোষ না চাপিয়ে, মুভ অন করাই উচিত

via GIPHY

 

৪. যত ভালো আইডিয়াই হোক না কেন, যখন আপনাকে সেটা কোনো রেজাল্ট এনে দেয় না, তখন জেদ ধরে একই লুপে না পড়ে থেকে বরং নতুন কিছু নিয়েই আগানো উচিত

via GIPHY

 

৫. যখন বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না তখন সেই নামমাত্র বন্ধুত্ব থেকে সরে আসাই উচিত

via GIPHY

 

৬. যখন প্রফেশনাল লাইফ এক প্রকার বোঝা হয়ে দাঁড়ায়, তখন সব ছেড়ে দিয়ে আবারো নতুন করে কিছু গড়ার প্রচেষ্টা করা উচিত

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

ক্রাশের অ্যাটেনশন পেতে যে ৮টি কাজ আমরা প্রত্যেকেই করি

ধন্যবাদ “করোনা ভাইরাস”, সকাল কি জিনিস তা পুরোপুরি ভুলিয়ে দেওয়ার জন্য