২০২০ সালের আগে হোম কোয়ারেন্টিন শব্দটি অনেকের জন্যই অপরিচিত ছিল, অথচ সবার জীবনের বাস্তবতা এখন এই একটি শব্দ। সেল্ফ আইসোলেশনে থাকার ৩/৪ মাস এনিভার্সারিও অনেকে উদযাপন করছেন। তবে করোনাকালীন জীবন যাপনের আগেও, আমরা কিন্তু অনেক সময় কিছুটা বাধ্য হয়েই নিজের ঘরে আইসোলেশনে থাকতাম। চলুন তবে করোনা ভাইরাসের আগে যেই সময়গুলোতে আমরা নিজেরা ঘরে আইসোলেশনে থাকতাম, সেগুলো একটু মনে করা যাক।
১. যখন পার্লার/সেলুনের লোকেরা হেয়ার কাটের ১২ টা বাজিয়ে দিতো
via GIPHY
২. যখন পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিন ঘনিয়ে আসতো
via GIPHY
৩. বাসা ভর্তি যখন অনেক মেহমান আসার কারণে নিজের রুমে নিজেকে আইসোলেশনে রাখতে হতো
via GIPHY
৪. যখন মাস শুরু হতে না হতেই পকেট ফাঁকা হয়ে যেত
via GIPHY
৫. যখন প্রতিদিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া শুরু করতো
via GIPHY
৬. যখন হুটহাট করে নাকে/কপালে গোল আলু সাইজের পিম্পল উঠতো
via GIPHY
৭. যখন প্রচন্ড থ্রিলিং কোনো ওয়েব সিরিজ দেখা শুরু হতো, যার আবার ১০/১২ এপিসোড করে ৮/৯টা সিজন আছে
via GIPHY
৮. যখন বিয়ে/দাওয়াত/ফ্রি বুফে খেয়ে এসে পরের দিন পেটের ভিতর ঝড় তুফান চলতো