in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে

দাম বাড়ার খবরে ঈদ শপিংয়ের টাকায় সিগারেট মজুদ করছেন বিড়িখোররা!

প্রতিবছর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসে, আর তারই ধারাবাহিকতায় আসে বাজেট! সেই বাজেটকে কেন্দ্র করে কারা ঘোরে সেই হিসেব না থাকলেও বাজেট ঘোরে সিগারেটকে কেন্দ্র করে সেই হিসেব সিগারেটখোর মাত্রই জানে! সিগারেটখোর মাত্রই জানে প্রতিবছর এই বাজেটের স্টিম রোলারের চাপায় পড়ে বাৎসরিক বাজেটে সিগারেটে ব্যয়ের গ্রাফটা প্রতিবারই বেড়ে যায় অনিয়ন্ত্রিত গতিতে!

এবারও তার ব্যতিক্রম হবে না! বাজেট নামক শকুন এবারও ঘুরছে সিগারেটকে কেন্দ্র করে! করছে সিগারেট খোরদের ছোঁ মারার বাহানা! স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে আসন্ন বাজেটে সিগারেটের দাম শলাকা প্রতি ৫ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এইভাবে চললে সম্পূরক শুল্কসহ সামনের বাজেটেই গোল্ডলিফ সিগারেট ১৬ টাকা ও বেনসন ২০ টাকা হয়ে যাবে।

এই খবর শোনা মাত্রই দেশের সকল সিগারেটখোররা ইতিমধ্যে হতাশায় মুইয়ে পড়েছে। শোকে পাথর হয়ে ইফতারের পর সিগারেট খাওয়ার কথা ভুলে যায় অনেকে! এর মধ্যে কয়েকজন দ্রুত শোক কাটিয়ে উঠে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে চাইলে পাশ থেকে একজন বলে উঠে “ভাই, মিছিল টিভিতে দেখাবে, বাসা থেকে এই ধরণের মিছিলে আমাকে দেখলে ঘরে ঢুকতে দিবে না! বাদ দেন! অন্য চিন্তা করেন!”

সাথেই সাথেই একজন পকেট থেকে টাকা বের করে সিগারেটের দোকানের দিকে রওনা দেন। তিনি জানান-“শপিং এর জন্য টাকা রেখেছিলাম! কিন্তু এই ধরণের একটা খবরের পর সেই টাকা দিয়ে পর্যাপ্ত পরিমাণ সিগারেট মজুদ করে গৃহবন্দি হয়ে যাবো ভাবছি!”

পাশ থেকেই একজন সমর্থন দিয়ে সদ্য কেনা পাঞ্জাবি ফেরত দিয়ে রওনা দেয়ার আগে আমাদের জানান “জনসাধারণের কাছে হয়তো এইটা একটা খবর। কিন্তু একজন সিগারেট খোরের কাছে এই খবর একটা কবর! স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য নিয়ে এই ধরণের কবর রচনা টাইপ খবরের জন্য নিন্দা জানাই! সিগারেট না খাইলে কবরে চলে যাবো! কবরে চলে গেলে পাঞ্জাবি দিয়ে কী করবো!”

এদিকে বসুন্ধরায় শপিং করতে যাওয়ার পথে এই খবর পেয়ে ৩৬০ ডিগ্রি কোনে ইউটার্ন মেরে কারওয়ান বাজার মোড়ের সিগারেট দোকানে গিয়ে ৫ কার্টুন সিগারেট নিতে নিতে এক বিড়িখোর জানান “কাপড় পড়লে কি মজা লাগে? সিগারেট তো মজা লাগে! আর সিগারেটের ধোঁয়া ছাড়ার সুখের কাছে এইসব জামা-কাপড় নস্যি! সিগারেটের ধোঁয়ার মতো এমন শুভ্র সুন্দরের সামনে দাঁড়াতেই পারবে না কাপড়-ছোপড়”

এদিকে শাহবাগ মোড়ে একটা মিছিল দানা বাধতে শুরু করলে ক্যামেরা দেখা মাত্রই সবাই মুখ লুকিয়ে দৌঁড়ে পালিয়ে যায়!

What do you think?

Written by Nazmul Haque

যিনি স্বপ্ন দেখেন, ফুলটাইম হাসার আর অবসরে বাঁচার।

Leave a Reply

Quiz: ৫টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন মা দিবসে আপনার মাকে কোন উপহারটি দিতে পারেন

বেগুনের বাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পেঁপে সার্ভিসের সবকটি ইউনিট!