in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

মায়েদের কিছু চিরন্তন সত্য যেগুলো সবার ক্ষেত্রেই এক

ফ্রিজ থেকে পানি বের করে খেয়ে আবার বোতল ভরে রাখেননি এবং সেটা মায়ের চোখে পড়েছে? তারপর কি ঘটতে পারে সেটা বোধহয় আর বলে দেওয়ার দরকার নেই, কারণ মোটামুটি সব ঘরেই একই গল্প বিরাজ করে। মায়েদের এমনই আরো কিছু চিরন্তন সত্য ঘটনা যেগুলো সম্পর্কে আমরা সবাই-ই মোটামুটি পরিচিত, আজ সেগুলো একটু জানাবো

১. আপনি যখনই ঘুম থেকে উঠেন না কেন, আপনি দেরি করেই উঠেছেন

via GIPHY

 

২. জ্বর হোক বা মাথা ব্যথা, সব কিছুর কারন আপনার হাতে সারাদিন মোবাইল থাকে

via GIPHY

 

৩. দেখতে ভালো লাগছে না কারন আপনি মাথায় তেল দেননি

via GIPHY

 

৪. ফ্রিজ থেকে পানির বোতল খেয়ে রাখেননি মানে আপনি চরম অলস

via GIPHY

 

৫. কোন একটা জোকস বললে সেটা শেষ হবে লাইফ লেসনে/শিক্ষামূলক গল্পে

via GIPHY

 

৬. চুল আর্মি ছাট দিলেও আপনার চুল বড়

via GIPHY

 

৭. বাইরে থাকা অবস্থায় ফোন না ধরলে আপনি মরে গেছেন

via GIPHY

 

৮. আপনি একদম আপনার বাবার মতো তাকে জ্বালিয়ে খাচ্ছেন

via GIPHY

 

৯. মায়ের হাতে সবসময় তিন লোকমা ভাতই খেতে হবে, এর কম খেলে মহাভারত অশুদ্ধ

via GIPHY

 

১০. আপনি বাদে দুনিয়ার সবার ছেলেমেয়ে ভদ্র-নম্র, ব্রিলিয়ান্ট ইত্যাদি ইত্যাদি

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন বাংলাদেশের কোন নদীটি আপনি

প্রতি শনিবার রাতে চাকুরিজীবীদের মাথায় যে ৮টি চিন্তা আসবেই