in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

ছোটবেলায় FM রেডিওতে প্রচারিত যে ১৫টি গান শুনে সবাই হারিয়ে যেতাম

ইদানিং Youtube, আর বিভিন্ন Music App থাকতে কেউ আর তেমন FM রেডিও হয়তো শুনে না। অথচ মনে আছে ২০০৮-২০১২ পর্যন্ত সেই সময়গুলো যখন সবাই FM রেডিওর শো গুলো রাত জেগে শুনতো। আমার মতো অনেকেই ছোটবেলার প্রিয় কিছু গানও কিন্তু খুঁজে পেয়েছিলো FM রেডিওতেই। চলুন আজ আরেকবার ঘুরে আসি সেইসব হারিয়ে যাওয়া গানের দুনিয়া থেকে।

১. সাদা রঙের স্বপ্নগুলো দিলো না তো ছুটি (Song name: সাদা By Minar)

 

২. দ্বীপ নেভার আগে (Song name: সাদা কালো By Fuad ft Upol And Maher)

 

৩. তুমি চেয়ে আছো তাই আমি পথে হেটে যাই, হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই (Song name: হাসিমুখ By Shironamhin)

 

৪. কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। (Song name: তোমারটা জন্য নীলচে তারা By Arnob)

 

৫. গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমিহীনা কবিতা। (Song name:গাইবো না Sumon & Anila)

 

৬. অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা, কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা। (Song name: অদ্ভুদ সেই ছেলেটি By Aurthohin)

 

৭. এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি। (Song name: এক পায়ে নুপুর আমার By Topu and Anila)

 

৮. Stoic Bliss শালায় আবার জিগায়, হেসো না Miss আমার দিল ঘাবড়ায়, এসেছি হেসে জয় করতে হৃদয়, New York to Dhaka, baby আবার জিগায়। (Song name: আবার জিগায় By Stoic Bliss)

 

৯. ফিরে যাও তুমি একটু পলক, ফেলে যাও, ও বাপুরাম (Song name: বাপুরাম সাপুড়ে By Fuad Feat Mila)

 

১০. এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে, মন থেকে মনে স্বপ্ন ছড়াচ্ছে, তুমি কি সাড়া দিবে? আবারও কি সাড়া দিবে? (Song name: তুমি কি সাড়া দিবে? By Black)

 

১১. কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে বাইলা ভোমরা (Song name: কৃষ্ণ By Habib Wahid Ft Kaya)

 

১২. এভাবে আর ডেকো না, বাঁকা চোখে চেয়ো না, হরণ হয়ে যাবো, আমায় খুঁজে পাবে না (Song name: লুকোচুরি By Balam)

 

১৩. রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা  (Song name: মন ভালো নেই By Fuad)

 

১৪. স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উঁকি দেয়, শিশির ভেজা এই মনটা আমার লুকুচুরি খেলে নীলিমায় (Song name: ভাবে মন অকারণ সারাক্ষন By Taposh ft Tinni)

 

১৫. আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না। (Song name: তুমি আমার ঘুম By T W Shoinik)

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: জেনে নিন আপনার Soulmate আসলে কোথায় লুকিয়ে আছে?

Quiz: জেনে নিন ডেট করার জন্য উপযুক্ত জায়গা কোনটি?