in , ,

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

ছোট গল্প : সত্য আর মিথ্যার একদিন দেখা হলো। অতঃপর…

ঊনিশ শতকের সময়ের কোন এক বিশেষজ্ঞের ভাষ্যমতে, সত্য আর মিথ্যার একদিন দেখা হলো। মিথ্যা সত্যকে বললো ,

দেখো আজকের দিনটা কত চমৎকার!

সত্য আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখল, সত্যিই খুব সুন্দর একটা দিন। তারা একসাথে অনেক সময় কাটাল, তারপর হঠাৎ একটা কুয়ার সামনে আসলো। মিথ্যা সত্যকে বললো,

পানিটা খুব ভালো লাগছে চলো গোসল করতে নামি

সত্য আবার নিজে যাচাই করে দেখলো মিথ্যা ঠিকই বলেছে, পানিটা বেশ দারুণ। অতঃপর তারা কাপড় খুলে কুয়ার পানিতে নেমে পড়ল।
হঠাৎ মিথ্যা কুয়ার ভিতর থেকে বের হয়ে সত্যের কাপড় পরে দৌঁড়ে পালাল। সত্য রেগেমেগে কুয়া থেকে বের হয়ে সব জায়গায় মিথ্যাকে খুঁজতে লাগল তার কাপড় ফিরে পাবার জন্য। আর দুনিয়ার সবাই সত্যের এই নগ্ন রূপ দেখে ছিঃছিঃ করে নিজেদের চোখ ফিরিয়ে নিল আর সত্যকে ঘৃণা আর অবজ্ঞা করতে লাগল। বেচারা সত্য অপমানে আর লজ্জায় আবার কুয়ার ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল।
তখন থেকে মিথ্যা সত্যের কাপড়ে সারা দুনিয়ায় অবলীলায় ঘুরে বেড়ায়। সেই হয়ে উঠে সমাজের সকলের প্রিয়। কারণ এই দুনিয়ায় কেউই সত্যের নগ্নতা দেখতে চায় না!

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলার আগে যে ৭টি ছবি আপনাকে এর পরিণতি সম্পর্কে কল্পনা করতে সাহায্য করবে!

অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ লোকজনের জন্যে ৮টি ফ্রি কিন্তু ক্রিয়েটিভ শীত বাহানা