ঊনিশ শতকের সময়ের কোন এক বিশেষজ্ঞের ভাষ্যমতে, সত্য আর মিথ্যার একদিন দেখা হলো। মিথ্যা সত্যকে বললো ,
দেখো আজকের দিনটা কত চমৎকার!
সত্য আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখল, সত্যিই খুব সুন্দর একটা দিন। তারা একসাথে অনেক সময় কাটাল, তারপর হঠাৎ একটা কুয়ার সামনে আসলো। মিথ্যা সত্যকে বললো,
পানিটা খুব ভালো লাগছে চলো গোসল করতে নামি
সত্য আবার নিজে যাচাই করে দেখলো মিথ্যা ঠিকই বলেছে, পানিটা বেশ দারুণ। অতঃপর তারা কাপড় খুলে কুয়ার পানিতে নেমে পড়ল।
হঠাৎ মিথ্যা কুয়ার ভিতর থেকে বের হয়ে সত্যের কাপড় পরে দৌঁড়ে পালাল। সত্য রেগেমেগে কুয়া থেকে বের হয়ে সব জায়গায় মিথ্যাকে খুঁজতে লাগল তার কাপড় ফিরে পাবার জন্য। আর দুনিয়ার সবাই সত্যের এই নগ্ন রূপ দেখে ছিঃছিঃ করে নিজেদের চোখ ফিরিয়ে নিল আর সত্যকে ঘৃণা আর অবজ্ঞা করতে লাগল। বেচারা সত্য অপমানে আর লজ্জায় আবার কুয়ার ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল।
তখন থেকে মিথ্যা সত্যের কাপড়ে সারা দুনিয়ায় অবলীলায় ঘুরে বেড়ায়। সেই হয়ে উঠে সমাজের সকলের প্রিয়। কারণ এই দুনিয়ায় কেউই সত্যের নগ্নতা দেখতে চায় না!