in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

রমজান শেষ হলে যে ৮টি প্যারার মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়

শুরুতে একটু কষ্ট হলেও ধীরে ধীরে কিন্তু আমরা রমজানের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ি। আবার একইভাবে পুরো এক মাস রোজা রাখার পর, আগের রুটিনে ফিরে যাওয়াও কিন্তু সহজ কোনো ব্যাপার নয়। আর তাই রমজান শেষ হয়ে গেলেও যেন তার রেশ রয়ে যায় বেশ কয়েকদিন। তাই আজকের তালিকা থেকে মিলিয়ে দেখুন তো, আপনার অভিজ্ঞতার সাথেও মিলে যায় কিনা?

১. দিনের বেলা পানি খেতে গিয়ে “হায় হায়, আমি না রোযা!” এই ভেবে ধোঁকা খাওয়া

via GIPHY

 

২. একদম সেহরি শেষ করে রাতে দেরি করে ঘুমানো এবং দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস বদলাতে গিয়ে হিমশিম খাওয়া

via GIPHY

 

৩. রোজার অজুহাতে সারাদিন পড়াশোনা থেকে দূরে থাকা হলেও, এখন সেই সুযোগটা আর না থাকা

via GIPHY

 

৪. কাউকে সরাসরি কিংবা মনে মনে গালি দিতে গিয়ে বারবার থেমে যাওয়া

via GIPHY

 

৫. দুপুরে লাঞ্চ করতে গিয়ে নিজেকে কেমন যেন অপরাধী মনে হওয়া

via GIPHY

 

৬. সারাদিন ক্ষুধা না লাগলেও, মাঝরাতে প্রচন্ড ক্ষুধা লাগা

via GIPHY

 

৭. আলুর চপ, পেঁয়াজু , হালিম আবার এক বছরের আগে খাওয়া হবে না ভেবে, মন খারাপ হয়ে যাওয়া

via GIPHY

 

৮. “আজকে ইফতারিতে কি?” এই প্রশ্নটাকে অনেক বেশি মিস করতে থাকা

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

পিপিই পরে সালামি নিতে আত্নীয়দের বাসায় বাসায় যাচ্ছেন মিরপুরের সালাম

৭টি পয়েন্টে এবারের লকডাউন ঈদ আমাদের যেমনটা কাটলো। আপনারও কি একই অবস্থা?