in

মাইরালামাইরালা

পার্টনারের সাথে শপিংয়ে গেলে প্রতিটি ছেলেকেই যে প্যারাগুলো খেতে হয়

নিজের গফ বা বউয়ের সাথে শপিংয়ে যাওয়াটা ছেলেদের জন্য এক প্রকার বিভীষিকার মত। শপিংয়ে গিয়ে মেয়েরা যতটা ধৈর্যশীল, ছেলেরা ততটাই অধৈর্য হয়ে যায়। বারবার ঘড়ি দেখিয়ে নিজের সঙ্গীকে ব্যতিব্যস্ত করে তুললেও এই শপিংয়ের ম্যারাথন থেকে ছেলেদের সহজে রক্ষা নেই।

১. এক দোকান থেকে না কিনে, আলাদা আলাদা দোকান থেকে সব জিনিস কেনার মানেটাই আপনি বুঝেন না!

via GIPHY

 

২. না কিনলেও পুরো শপিংমল ঘুরে দেখার মধ্যে কি আছে, সেটাও আপনি কখনোই বুঝে উঠতে পারেন না

via GIPHY

 

৩. কেনাকাটার পর ব্যাগের বোঝাটা আপনাকেই বইতে হয়

via GIPHY

 

৪. ঘন্টাখানেক হেঁটেও এদের টায়ার্ড কেন লাগে না, আপনি জানেন না

via GIPHY

 

৫. আপনার কাছে সব ডিজাইন বা কালার এক মনে হলেও, উনাদের কাছে সূক্ষ্ম ডিটেইলও অনেক কিছু

via GIPHY

 

৬. বিরক্ত হয়ে আপনি “আরে হইসে দিয়ে দাও” বললেও, উনারা দোকানদারের সাথে দাম নিয়ে যুদ্ধ করবেই

via GIPHY

 

৭. চোখের সামনে দোকান থাকার পরেও আপনার পার্টনার দূরের দোকানেই যাবে

via GIPHY

 

৮. এতক্ষন ধরে শপিং করেও, বাসায় এসে বলবে সাইজে হয়না, রং টা ভালো লাগছেনা

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৮ ধরণের বন্ধু সব ছেলেদের সার্কেলেই থাকে

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন মাছের BBQ করে খেলে আপনার ভাগ্য খুলে যাবে