গেমারদের আলাদা একটি জগৎ আছে যা বাইরের দুনিয়া থেকে অনেক আলাদা। গেমারদের গেম নিয়ে ভালোবাসা এবং প্রচুর আগ্রহ আছে তাতে কোন সন্দেহ নেই। এমনকি আমাদের বন্ধুদের মধ্যেই এমন অনেক গেমার বন্ধু আছে যারা ঘুমায় কম, গেম খেলে বেশি। এবং তাদের জীবনের আছে কিছু কমন প্যারা, যা কিনা শুধু তারাই রিলেট করতে পারবে। আপনিও কি তাদের মধ্যে একজন? তাহলে এই ১০টি ঘটনা আপনার জীবন থেকেই নেয়া!
১. খুবই জরুরি অনলাইন ম্যাচের মাঝে আব্বু/ আম্মুর “এই পেঁয়াজ নিয়ে আয়/ভাত খাইতে আয়” এমন ডাক পাওয়া
via GIPHY
২. সঠিক ডিরেক্শন দেয়ার পরেও কোন এক টিমমেটের নাক গলিয়ে সাহসিকতা দেখতে গিয়ে পুরো টিমকে ডুবিয়ে দেয়া
via GIPHY
৩. একটু বৃষ্টি হলেই গেমের পিং বেড়ে অবস্থা বেহাল হয়ে যাওয়া
via GIPHY
৪. ম্যাচের উত্তেজনাকর মুহূর্তেই Lagging শুরু হয়ে যাওয়া
via GIPHY
৫. ম্যাচের মাঝে প্রেমিক/প্রেমিকার হুট্-হাট ফোনকল সামাল দেয়া
via GIPHY
৬. ডিনারের পরও মাঝরাতের জন্য হাতের কাছে কিছু খাবারের ব্যবস্থা করে রাখা
via GIPHY
৭. নন গেমার এবং নুব গেমারদের পাকনামো সহ্য করা
via GIPHY
৮. রাত গড়িয়ে ভোর হয়ে গেলেও ম্যাচ জেতা না পর্যন্ত খেলতেই থাকা
via GIPHY
৯. অনেক চিন্তা ভাবনা করে Username দেয়ার সাথে সাথেই সেটা অপছন্দ লাগতে শুরু করা
via GIPHY
১০. “এত গেম খেলে কি মজা পাও?”, “গেমার কোনো প্রোফেশন না, লেখাপড়া করো!”,” একই গেম বারবার খেলতে বিরক্ত লাগে না?”, বন্ধু বাবা মা সবার থেকেই এমন প্রশ্নের মুখোমুখি হওয়া