শীতকাল আসলেই গোসল নিয়ে একটা অন্যরকম স্ট্রাগল আমাদের সবার জীবনে শুরু হয়ে যায়। কেউ কেউ হয়তো দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দেয়ার চেষ্টা করে! তবে শীতের দিনে গোসল করার এই ব্যাপারগুলোর সাথে সবাই রিলেট করতে পারবে।
১. একদিন গোসল করা মানে, পরদিন গোসল না করে তার পরের দিন আবার গোসল- এই জাতীয় হিসাব নিকাশ করা
via GIPHY
২. গোসলের পানি কখনও বেশি গরম হয়ে যাওয়া, আবার কখনো ঠান্ডা হয়ে যাওয়ার ঝামেলা পোহানো
via GIPHY
৩. গোসলের সময় জোরে জোরে গান গেয়ে শীত কমানোর চেষ্টা করা!
via GIPHY
৪. গোসলে ঢুকে অনেকক্ষণ পানির দিকে তাকিয়ে থেকেও, গায়ে পানি ঢালার সাহস না পাওয়া
via GIPHY
৫. শীতের মধ্যেও গোসল করতে হবে ভেবেই চরম আলসেমিতে ডুবে যাওয়া
via GIPHY
৬. কোনমতে গোসল সেরে ঝটপট একটার পর একটা গরম কাপড় পরে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করা