শীতকাল ভালো লাগার অনেক কারণ থাকলেও, শীতকালে কিন্তু বেশ কিছু স্ট্রাগলের মুখোমুখিও হতে হয়। তাই শীতকালের বিভিন্ন স্ট্রাগল নিয়েই আমাদের এই তালিকা। দেখুন তো আপনার অভিজ্ঞতার সাথে মিলে যায় কিনা!
১. শীতের সকালে ঘুম থেকে উঠার কষ্টের সাথে, দুনিয়ার আর কোনো কষ্টের কোন তুলনাই নেই
via GIPHY
২. বাইরের কুয়াশা আর ধুলাবালিতে একাকার হয়ে যাওয়া আবহাওয়াতে চলাফেরা করতে হয়
via GIPHY
৩. শীতে সহজেই ঠাণ্ডা লাগা বা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে
via GIPHY
৪. শীতকালে গোসল করার মতো সংগ্রামের কথা তো বাদই দিলাম
via GIPHY
৫. এই সময় খুশকির যন্ত্রণাও কেমন যেন বেড়ে যায়!
via GIPHY
৬. শীত থেকে বাঁচার জন্য গরম কাপড়, মাফলার, টুপি পড়তে গিয়ে অনেক সময় স্টাইলের বারোটা বেজে যায়
via GIPHY
৭. শীতে যেন হাত পা, ঠোঁট না ফেটে যায়, সেজন্য আলাদাভাবে যত্ন নিতে হয়
via GIPHY
৮. শীতকালে খাবার খেতে বসতে বসতেই, কেমন যেন ঠাণ্ডা হয়ে যায়