বাড়ির ছোটদের আলাদা আদর থাকে ঠিকই, কিন্তু তাই বলে তাদের জীবনে ঝামেলারও শেষ থাকে না। আপনিও যদি পরিবারের ছোট সদস্য হয়ে থাকেন তাহলে নিচের এই স্ট্রাগলগুলোর সাথে আপনি অনেক বেশি পরিচিত।
১. বড় ভাই/বোনদের নানারকম ফুট-ফরমাশ খাটতে হয়
via GIPHY
২. বয়স যতই বাড়ুক সবাই ‘ছোট মানুষ’ই মনে করে।
via GIPHY
৩. বাসায় কোনরকম উল্টাপাল্টা বা ঝামেলা সৃষ্টি হলেই, সবার আগে ছোটদের সন্দেহ করা হয়
via GIPHY
৪. গুরুত্বপূর্ণ যেকোনো ব্যাপারে ছোটদের মতামত কেউ শুনতে চায় না
via GIPHY
৫. নতুন না কিনে, বড় ভাই/বোনদের পুরানো বই, জামা-কাপড় এসব দিয়ে অনেক সময় কাজ চালাতে হয়
via GIPHY
৬. সুযোগ পেলেই পরিবারের বড়রা নানারকম উপদেশ দেয়ার চেষ্টা করে
via GIPHY
৭. বড়রা শাসন করার জন্য সবসময় চোখে চোখে রাখে
via GIPHY
৮. পরিবারের বড়দের সব ধরণের ভালো কাজের পরেই ছোটদের সেটার সাথে তুলনা করা সহ্য করতে হয়